শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

করোনায় নারীর তিনগুণ পুরুষের মৃত্যু

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
  • ৬০ জন নিউজটি পড়েছেন
করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা কমছে

দেশে করোনায় মৃত্যু সংখ্যা একদিন কমলে অন্যদিন তা বেড়ে যাচ্ছে। টানা ৪ দিন শতাধিক মানুষের মৃত্যু হওয়ার পর মৃত্যু সংখ্যা একশর নিচে নেমেছে। টানা ৩ দিন তা নব্বইয়ের ঘরে রয়েছে। ২৪ ঘণ্টায় তা আবারও ‘শ এর কাছাকাছি, প্রাণ গেল ৯৮ জনের। সবশেষ করোনায় দেশে মৃত্যু হলো ১০ হাজার ৭৮১ জনের।

এদের অর্ধেকের বেশিই ঢাকা বিভাগের বাসিন্দা। আর নারীদের চেয়ে পুরুষের মৃত্যু প্রায় তিনগুণ। এ পর্যন্ত মোট মৃত্যুর ৭৩ দশমিক ৭২ শতাংশই পুরুষ। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (২২ এপ্রিল) এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সারা দেশে ৩৪৯টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ২৭ হাজার ৭৮৭টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৭ হাজার ৪২৯টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৫২ লাখ ৭৭ হাজার ১১২টি। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৬৩ শতাংশ।

এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৯৫ শতাংশ, সুস্থতার হার ৮৭ দশমিক ২৮ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৬ শতাংশ। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯৮ জনের মধ্যে ৬২ জন পুরুষ, ৩৬ জন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগে ৫৫, চট্টগ্রাম বিভাগে ২০, রাজশাহী ৬, খুলনা ৫, সিলেটে ৪, রংপুর বিভাগে ৩ এবং ময়মনসিংহে ৫।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English