সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

করোনায় বিপর্যস্ত বিশ্ব, মৃত্যু ১৫ লাখ ছাড়াল

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০
  • ৪২ জন নিউজটি পড়েছেন

কোভিড-১৯ সংক্রমণে বিশ্ববাসী আজ কোণঠাসা। এ মহামারীর দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে মানবতা। গোটা বিশ্বে বেড়েই চলেছে সংক্রমণের হার। মৃত্যু ১৫ লাখের মাইলফলক ছাড়িয়ে গেছে। আক্রান্ত রোগীর সংখ্যা সাড়ে ছয় কোটি ছাড়িয়ে গেছে। এই তথ্য ওয়ার্ল্ডওমিটারসের।

কোভিড ১৯-এ আক্রান্ত রোগী ও মৃত্যুর পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক এই ওয়েবসাইটের তথ্যমতে, শুক্রবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে মারা গেছেন ১৫ লাখ ১১ হাজার ৯২৭ জন। আক্রান্ত হয়েছেন ছয় কোটি ৫৫ লাখ ৩৬ হাজার ৬৪৪ জন। আর সুস্থ হয়ে উঠেছেন চার কোটি ৫৩ লাখ ৭৭ হাজার ২৮৪ জন।

কোভিড ১৯-এ সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির শনাক্ত রোগীর সংখ্যা এক কোটি ৪৫ লাখ ৩৫ হাজার ১৯৬ জন। মারা গেছেন ২ লাখ ৮২ হাজার ৮২৯ জন।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৯৫ লাখ ৭১ হাজার ৭৮০ জন। দেশটিতে করোনায় মারা গেছেন এক লাখ ৩৯ হাজার ২২৭ জন।

শনাক্তে ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৬৪ লাখ ৮৭ হাজার ৫১৬ জন। আর মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশটিতে করোনায় মারা গেছেন এক লাখ ৭৫ হাজার ৩০৭ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। ফ্রান্স পঞ্চম। স্পেন ষষ্ঠ। যুক্তরাজ্য সপ্তম। ইতালি অষ্টম। আর্জেন্টিনা নবম। কলম্বিয়া দশম।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। ১১ মার্চ এটিকে বৈশ্বিক মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বর্তমানে এই ভাইরাস বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English