করোনা থেকে বাঁচতে বিমান ভ্রমণে সবাইকে আজকাল ফেস শিল্ড, মাস্ক ব্যবহার ও পিপিই ব্যবহার করতে হচ্ছে। কিন্তু তারপরও করোনা সংক্রমণের আশঙ্কা থেকেই যাচ্ছে। সম্প্রতি করোনা এড়াতে ও সামাজিক দুরত্ব বজায় রাখতে বিমান ভ্রমণে তাই অভিনব এক পদ্ধতি বেছে নেন এক ব্যক্তি। তিনি ও তার স্ত্রী যাতে কোনো ধরনের দুশ্চিন্তা ছাড়া বিমান ভ্রমণ করতে পারেন এজন্য গোটা ফ্লাইটেরই টিকিট কিনে নেন তিনি।
ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ায়। জানা গেছে, রিচার্ড মুলজাদি নামে জার্কাতার ওই বাসিন্দা নিজের স্ত্রীর সঙ্গে বালি যাওয়ার জন্য ’বাটিক এয়ার’ বিমানসংস্থার একটি বিমানের সব টিকিট নিজেই কেটে ফেলেন। সম্প্রতি দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিতও হয়েছে। এছাড়া রিচার্ড নিজের ইনস্টাগ্রামেও একথা জানান।
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, আমরা চেয়েছিলাম, শুধু দু’জনই যেন বিমানে যাতায়াত করি। সেজন্য বিমানের যতগুলো সম্ভব টিকিট কেটে নিয়েছি। প্রাইভেট বিমান ভাড়া করার থেকে এতে অনেক কম অর্থ খরচ করেছি। তবে ওই ভ্রমণে রিচার্ডের কি পরিমাণ টাকা খরচ হয়েছে তা তিনি জানাননি। ওই পোস্টে রিচার্ড যাত্রীশূন্য বিমানে নিজের একটি সেলফি তুলেও পোস্ট করেন।
ওই বিমানসংস্থা জানিয়েছে, বিমানে সত্যিই আর কোনও যাত্রী ছিল না। তবে ওই দম্পতি কেবল নিজেদের নামেই টিকিট কেটেছেন।
যদিও এটাই প্রথম ঘটনা নয়। করোনা প্রাদুর্ভাবের সময় অন্যান্য যাত্রীদের সাথে একটি ফ্লাইটে ভ্রমণের ভয়ে ভারকেতও এর আগে এক ব্যক্তি বিমানের সব টিকিক কেটেছিলেন।