রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

করোনা ভাইরাস ধ্বংসে জাপানে ইউভি লাইট

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
  • ৩২ জন নিউজটি পড়েছেন

মানবদেহের ক্ষতি না করে করোনা ভাইরাস ধ্বংস করতে আল্ট্রাভায়োলেট লাইট তৈরি করেছে জাপান। করোনা ভাইরাস ধ্বংসে এটি বিশ্বে প্রথম ইউভি লাইট বলে দাবি করা হচ্ছে।

মঙ্গলবার জাপান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, দেশটির বৃহত্তম লাইট নির্মাতা প্রতিষ্ঠান উশিও ইনক এটি বানিয়েছে। কলোম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে ‘কেয়ার ২২২’ নামের এই লাইট তৈরি করা হয়।

এই লাইট এমন জায়গায় স্থাপন করা হবে যেখানে জনসমাগম বেশি। যেখানে ভাইরাসের সংক্রমণের ঝুঁকি বেশি। যেমন বাস, ট্রেন, লিফট, অফিস, স্টেশন ইত্যাদি।

জীবাণুমুক্ত করার কার্যকর উপায় হিসেবে সাধারণত ইউভি লাইট ব্যবহার হয় চিকিৎসা এবং খাদ্য-প্রক্রিয়াকরণ শিল্পে। প্রচলিত এসব লাইট জনসমাগমে ব্যবহার করা যায় না। কারণ এতে ক্যান্সার এবং চোখের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে।

উশিওর দাবি করছে, তাদের লাইটে ২৫৪ ন্যানোমিটারের ইউভি রশ্মির বদলে ২২২ ন্যানোমিটারে

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English