সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১২:১২ অপরাহ্ন

করোনা ভ্যাকসিন তৈরিতে ভারতকে সহযোগিতার প্রস্তাব চীনের

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
  • ৩৮ জন নিউজটি পড়েছেন

করোনা ভ্যাকসিন তৈরিতে ভারত ও ব্রিকসভুক্ত (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা) দেশগুলিকে সহযোগিতার প্রস্তাব দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

বুধবার ১২তম ব্রিকস সম্মেলনে চীনের প্রেসিডেন্ট এ প্রস্তাব দেন। খবর বিজনেস স্ট্যান্ডার্ডের

সদস্য দেশগুলির মধ্যে নিরাপত্তা সংক্রান্ত মতপার্থক্য কথাবার্তার মাধ্যমে সমাধান করা উচিত বলেও উল্লেখ করেন জিনপিং।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনে চীনের প্রেসিডেন্ট বলেন, আমরা যখন ভ্যাকসিন নিয়ে আলোচনা করছি, চীনা সংস্থাগুলি তাদের রাশিয়ান এবং ব্রাজিলিয়ান অংশীদারদের সঙ্গে ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়ালের তৃতীয় পর্যায়ে কাজ করছে। আমরা দক্ষিণ আফ্রিকা এবং ভারতের সঙ্গেও সহযোগিতা করতে প্রস্তুত।

শি জিনপিং বলেন, চীন কোভ্যাক্স ফেসিলিটিতে যোগ দিয়েছে এবং ব্রিকসের যে দেশে প্রয়োজন সেখানে ভ্যাকসিন সরবরাহের জন্য বিবেচনা করবে।

তিনি বলেন, করোনাভাইরাস এখনও অনেক স্থানে বিপর্যয় সৃষ্টি করছে এবং সংক্রমণ আবারও বাড়ছে। মহামারির বিরুদ্ধে বিশ্বব্যাপী বিজয় নিশ্চিত করতে আমরা যাত্রা শুরু করতে পারি। ব্রিকস দেশগুলিকে বিশ্বের মানুষের পাশে দাঁড়াতে হবে।

করোনা ভ্যাকসিন নিয়ে সিনোভ্যাকসহ মোট ৫টি সংস্থা কাজ করছে চীনে। প্রত্যেকটি চূড়ান্ত পর্যায়ের পরীক্ষায় রয়েছে।

সম্মেলনে চীনের প্রেসিডেন্ট ছাড়াও যোগ দিয়েছেন-রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English