সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

করোনা রোধে মালয়েশিয়ায় জরুরি অবস্থা জারি

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১
  • ৩৫ জন নিউজটি পড়েছেন

করোনা ভাইরাস মোকাবেলায় মঙ্গলবার দেশব্যাপী জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার রাজা। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশটির স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হওয়ার প্রেক্ষাপটে এ জরুরি অবস্থা জারি করা হয়েছে বলে জানায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার বরাতে জানা যায়, প্রাসাদের এক বিবৃতিতে বলা হয়েছে, আল সুলতান আবদুল্লাহ আহমদ শাহ মতামত দেন যে দেশের অবস্থা সংকটপূর্ণ হওয়ায় জরুরি অবস্থা জারি প্রয়োজন।

এর আগে সোমবার (১১ ডিসেম্বর) দেশটির প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন রাজার সাথে সাক্ষাত করে জরুরি অবস্থা জারির অনুরোধ জানান। আগামী ১আগস্ট পর্যন্ত এই জরুরি অবস্থা জারি থাকবে। তবে সংক্রামণ পরিস্থিতির উন্নতি হলে তা প্রত্যাহার করা হবে।

এদিকে এ ঘোষণার একদিন আগে দেশটির প্রধানমন্ত্রী মুহিউদ্দিন করোনা মোকাবেলায় কিছু কঠোর পদক্ষেপের ঘোষণা দেন। এসবের মধ্যে জনগণের ঘরে অবস্থান করা এবং জরুরি ছাড়া সকল কার্যক্রম বন্ধ রাখা জরুরি বলে উল্লেখ করেন তিনি। এছাড়াও করোনা রোগীর চাপে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম বলে তিনি সতর্ক করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English