রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

করোনা : শতকরা ৮০ জন রোগীই ভুগছেন মস্তিষ্কের জটিলতায়

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ৭ অক্টোবর, ২০২০
  • ৪১ জন নিউজটি পড়েছেন

দিন যতই যাচ্ছে ততই আরো বেশি স্পষ্ট হচ্ছে যে করোনাভাইরাস মানুষের মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রে বহু রকমের সমস্যা সৃষ্টি করে। এর মধ্যে আছে স্ট্রোক, মানসিক বিকার, প্রলাপ, বিভ্রম, ক্লান্তি, দুশ্চিন্তা- বিজ্ঞানীরা দেখছেন, করোনাভাইরাস-জনিত নিউরোলজিক্যাল সমস্যার এই তালিকা যেন শেষ হচ্ছে না। যুক্তরাষ্ট্রের শিকাগো হসপিটাল নেটওয়ার্কের একদল গবেষকদের দাবি, ভাইরাসটিতে সংক্রমিত হওয়ার পর হাসপাতালে চিকিৎসা নেয়া রোগীদের ৮০ শতাংশ রোগীর মস্তিষ্কে নানান জটিলতা দেখা গেছে।

মার্কিন গণমাধ্যম ফক্স নিউজ বলছে, যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন মেডিসিন হেলথকেয়ারে চিকিৎসাধীন ১৭ থেকে ৫৮ বছর পর্যন্ত ৫০৯ জন করোনা রোগীর ওপর গবেষণাটি করা হয়। সেখানে দেখা যায়, ৪১৯ জনেরই মস্তিষ্কে বিভিন্ন সমস্যার উদ্ভব হয়েছে। গবেষণা বলছে, এসব রোগীদের মধ্যে মায়ালগিয়াস, মাথা ব্যথা, এনসেফেলোপ্যাথি, মাথা ঘুরানো, স্বাদ ও ঘ্রাণশক্তি হারিয়ে যাওয়া। এছাড়া বেশ কিছু রোগী স্ট্রোক করেছে।

শিকাগো হসপিটাল নেটওয়ার্কের গবেষকরা বলছেন, করোনায় আক্রান্ত হওয়ার পর যাদের মস্তিষ্কে সমস্যার উদ্ভব দেখা গেছে তাদের দীর্ঘসময় হাসপাতালে অবস্থান করতে হয়েছে। তবে মৃত্যুহারের তেমন ফারাক পাওয়া যায়নি। বিশেষ করে অল্প বয়সী রোগীদের মধ্যে বেশি মস্তিষ্কজনিত সমস্যা বেশি লক্ষ্য করা গেছে। তথ্যগুলো পর্যালোচনা করে আমরা বেশ অবাক হয়েছি। কারণ করোনাভাইরাসের এই মহামারি শুরুর প্রথম থেকে জানা গেছে, বয়স্করা বেশি ঝুঁকিতে আছে। কিন্তু আমাদের গবেষণায় দেখা গেল, অল্প বয়সীরাও এখন নানা জটিলতায় ভুগতে শুরু করেছে।

তারা বলছেন, তবে আমাদের গবেষণায় কিছু সীমাবদ্ধতা আছে। কারণ ৫০৯ জন রোগীর মধ্যে মাত্র ৬ শতাংশ রোগীকে মস্তিষ্ক বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষা করা হয়েছে। করোনাভাইরাসের এই মহামারি গত ৯ মাস ধরে চলমান। এর প্রভাবে দেহে কী কী ক্ষতি হয় তা এখনো বিভিন্ন গবেষণার মাধ্যমে উদঘাটন করা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English