সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

কলকাতার সিরিয়ালের ‘ন্যাকামো’তে বিরক্ত দর্শকরা

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০
  • ৪৮ জন নিউজটি পড়েছেন

বেশ কিছুদিন ধরে কলকাতার বাংলার জনপ্রিয় চ্যানেলের ধারাবাহিক ‘খড়কুটো’ নিয়ে আলোচনা তুঙ্গে । একদিকে যেমন ধারাবাহিকটির গল্প, মজা, অভিনয় নিয়ে একদল গলা ফাটিয়ে চলেছেন, অন্য পক্ষ তেমনই সিরিয়ালের নায়িকার ‘ন্যাকামি’ নিয়ে প্রশ্ন তুলছেন ।

মাস কয়েক হলো শুরু হয়েছে এই ধারাবাহিকটি । শুরুর দিন থেকেই এটি দর্শকদের মাতিয়ে রেখেছে বলা চলে । প্রথাগত ভিলেন, চক্রান্ত, শাশুড়ি-বৌমার কূটকচালি, একাধিক বিয়ের কাহিনীকে দশ গোল দিয়ে সুখী যৌথ পরিবারের গল্প বলে চলেছে অনায়াসে । কিন্তু এখন গল্পের নায়িকা তৃণা সাহা ওরফে গুনগুন’কে নিয়ে উঠছে যত প্রশ্ন ।

ভারতীয় গণমাধ্যম নিউজ এইটিন জানাচ্ছে, সিরিয়ালটিতে গুনগুন’কে বেশ শিশুসুলভ দেখানো হয়েছে । কখনও সখনও পাগলামিও করে ফেলে সে । গল্প অনুযায়ী সম্প্রতি নায়ক সৌজন্যের সঙ্গে বিয়ে হয়েছে তাঁর । বিয়েতে নাচতে নাচতে বর’কে বিয়ের আসরে নিয়ে যাওয়া থেকে শুরু করে, শ্বশুরের সঙ্গে বেসুরো গান, বৌ-বরণের সময় ট্যুইস্ট ডান্স, বাড়ির বড়দের বকুনিতে তারস্বরে কান্না….সবকিছুই করতে দেখা গেছে গুনগুনকে। আর এতেই ক্ষেপেছেন নেটিজেনরা।

গণমাধ্যমটি জানায়, চ্যানেলের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে ‘খড়কুটো’র একটি ভিডিও ক্লিপিং পোস্ট করায় শুরু হয় সমালোচনা যেটাকে সোশ্যাল ভাষায় বলা হচ্ছে ট্রোলিং । অনেকেই বলেন, এটা বাড়াবাড়ি হয়ে গেছে । এই ন্যাকামি আর ভাল লাগছে না । চিত্রনাট্যকারের উচিৎ গল্পটা অন্য ভাবে লেখা ।

অনেকে আবার বলেন, মনে হয় গুনগুনের মাথার কোনও সমস্যা রয়েছে । সে মানসিকভাবে সুস্থ নয় ।

তবে এ সব ট্রোলিংকে হেলায় হারিয়ে সবচেয়ে বেশি টিআরপি পেয়েছে ‘খড়কুটো’। পশ্চিমবঙ্গের বাংলা বিনোদন জগতে এক নম্বর স্থান দখল করে নিয়েছে এই বাংলা চ্যানেলটি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English