ভারতের চারটি রাজধানী করার দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে কলকাতাকে একটি রাজধানী হিসেবে চান তিনি। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে শনিবার এক শোভাযাত্রা শেষে এ দাবি করেন তিনি।
মমতা বলেন, ‘শুধু দিল্লিই কেন দেশের রাজধানী হবে? কলকাতাকেও ভারতের রাজধানী করা হোক। দেশের ৪ শহরকে ঘুরিয়ে ঘুরিয়ে রাজধানী করা হোক। দক্ষিণ, পূর্ব, উত্তর, উত্তর-পূর্বে একটা করে রাজধানী করা হোক। সংসদের চার অধিবেশন চার জায়গায় করা উচিত। স্বাধীনতা আন্দোলনের ভূমি বাংলা, সইবে না কোনও অবহেলা।’
পাশাপাশি আরও একবার নেতাজির জন্মদিনকে জাতীয় ছুটি হিসেবে ঘোষণার দাবিও জানান মমতা।
মোদি সরকারের ‘দিল্লিকেন্দ্রিকতা’র বিরুদ্ধে তিনি ক্ষোভ প্রকাশ করেন। সেই দিল্লি-নির্ভরতার বাইরে বেরিয়ে কলকাতা-সহ দেশের চার প্রান্তে চারটি রাজধানী করার দাবি তুলেছেন মমতা। এ নিয়ে সংসদে দলীয় সাংসদদের সক্রিয় হওয়ার নির্দেশও দিয়েছেন তৃণমূলের এ নেত্রী।
বিধানসভা নির্বাচনের আগে হঠাৎ কলকাতাকে দেশে অন্যতম রাজধানী হিসেবে ঘোষণা করার মমতার এই দাবির পিছনে ভোট অঙ্কই দেখছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা৷ এই ইস্যুতে যেমন একদিকে রাজ্যের বড় অংশের মানুষের সমর্থন মেলার সম্ভাবনা রয়েছে, সেরকমই একাধিক রাজধানীর কথা বলে দেশের বাকি অংশ থেকেও এই দাবিতে সমর্থন জোগাড় করার পথ সুগম করে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷