বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং এবারের বাংলাদেশের ৫০তম বিজয় দিবস সামনে রেখে এই প্রথম কলকাতায় প্রকাশিত হলো ‘এপারের চোখে মুজিব’ নামের একটি বই। কলকাতায় নতুন প্রকাশনা সংস্থা কণ্ঠস্বর বের করেছে বইটি।
বাংলাদেশ ও ভারতের ৩৬ জন লেখক এবং ৫ জন বাংলাদেশি বুদ্ধিজীবীর নিবন্ধ আছে বইটিতে। বইটির নানা লেখায় ফুটে উঠেছে বঙ্গবন্ধুর কর্ম ও রাজনৈতিক জীবন, বাংলাদেশের স্বাধীনতাসংগ্রাম, নতুন রাষ্ট্র বাংলাদেশের অভ্যুদয়সহ নানা লেখা।
লেখকদের মধ্যে আছেন ভারতের বর্তমান সাংসদ ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী এম জে আকবর, কংগ্রেসের সাবেক সাংসদ দেবপ্রসাদ রায়, সিপিএমের সাবেক সাংসদ মইনুল হাসান, পশ্চিমবঙ্গের বিশিষ্ট নাট্যকার ব্রাত্য বসু, গায়ক নচিকেতা ঘোষ, সাংবাদিক জয়ন্ত ঘোষাল, গৌতম ভট্টাচার্য, মহম্মদ সাদ উদ্দিন, সৈয়দ তানভির নাসরিন, রূপক সাহা প্রমুখ। লিখেছেন প্যারিসপ্রবাসী বাংলাদেশের প্রখ্যাত মূকাভিনেতা পার্থপ্রতীম মজুমদার, মস্কোয় বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত সাইফুল হক, ভয়েস অব আমেরিকার সাংবাদিক আনিস আহমেদ, তৌহিদ রেজা নূর, কামরুল আহসান খান প্রমুখ।
বইটি সম্পাদনা করেছেন সুমন ভট্টাচার্য। বইটিতে রয়েছে কলকাতায় বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত নানা লেখা। বইটির সহপ্রকাশক বাংলাদেশের সময় প্রকাশন।