শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

কাজী হায়াতের সিনেমা নিয়ে সিনেমা

বিনোদন ডেস্ক
  • প্রকাশিতঃ শনিবার, ২৯ মে, ২০২১
  • ৫৩ জন নিউজটি পড়েছেন
কাজী হায়াতের সিনেমা নিয়ে সিনেমা

ঢালিউডে অর্ধশত সিনেমার নির্মাতা কাজী হায়াতের অনেকগুলো ছবি জনপ্রিয়তা পায়। সেসব সিনেমার অংশবিশেষ নিয়ে এবার একটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা তৈরি করা হচ্ছে। একটি নতুন ও ব্যতিক্রম গল্পের সঙ্গে সেখানে জুড়ে দেওয়া হবে কাজী হায়াতের বিভিন্ন সিনেমার গুরুত্বপূর্ণ সব দৃশ্য ও গান। এ সিনেমার নাম দেওয়া হয়েছে ‘সিনেমা থেকে সিনেমা’, জানালেন কাজী হায়াৎ। ছবিটি শুটিংয়ের প্রস্তুতি চলছে। সিনেমাটির পরিকল্পনা করেছেন পরিচালকের বেশির ভাগ ছবির প্রধান সহকারী পরিচালক কাজী মনির হোসেন।

নতুন এ সিনেমা তিনিই পরিচালনা করবেন। কাজী হায়াৎ বলেন, ‘এভাবে সিনেমাটি তৈরির প্রস্তাব মনিরই আমাকে দিয়েছেন। আমিও ভেবে দেখলাম বিষয়টি ভালোই হবে। কাজটি করার জন্য তাঁকে সব রকমের সহযোগিতা করছি। চিত্রনাট্য আমিই লিখে দিচ্ছি।’
ছবিটি কীভাবে তৈরি হবে, জানতে চাইলে কাজী হায়াৎ বলেন, ‘একটি সিনেমা যেভাবে তৈরি হয়, সেভাবেই হবে। “দি ফাদার” ছবি থেকে শুরু করে সবশেষ “বীর” পর্যন্ত কোনো কোনো সিনেমা, সিনেমার গুরুত্বপূর্ণ দৃশ্য ও গান কোন পরিপ্রেক্ষিতে তৈরি হয়েছিল, তা নিয়ে আমার কিছু কথা সংযোজন থাকবে সিনেমার গল্পে। কথার সঙ্গে সিনেমায় সেগুলো দেখানো হবে। চিত্রনাট্যটি সেভাবেই সাজানো হচ্ছে।’

ছবিটির পরিচালক কাজী মনির হোসেন বলেন, ‘আমি ওস্তাদের সঙ্গে বসে নতুন ছবির গল্প নিয়ে কথা বলছিলাম। তখন এই চিন্তা মাথায় আসে। ওস্তাদকে প্রস্তাব দিলে তিনি রাজি হয়ে যান। ওস্তাদ নিজেই আমাকে বললেন “আমি চিত্রনাট্য লিখছি, তুমি ছবির অন্যান্য বিষয় রেডি করো।’”এই পরিচালক আরও বলেন, ‘মনে হচ্ছে ভালো একটি কাজ হবে। ঢাকার চলচ্চিত্রে নতুন কিছু হবে।’

নির্মাতাদের আশা, আগামী মাসের মাঝামাঝি ছবিটির শুটিং শুরু করতে পারবেন। ছবির জন্য শিল্পী নির্বাচন প্রক্রিয়া চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English