গাজীপুরের কাপাসিয়া বাজারে বেশি দামে পিয়াজ বিক্রি করায় ৬ ব্যবসায়ীকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) কাপাসিয়া বাজারে অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা: ইসমত আরা।
কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ ইসমত আরা বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় বেশি দামে পিয়াজ বিক্রির অপরাধে ব্যবসায়ী রহিমকে ৫ হাজার টাকা, মাসুমকে ৫ হাজার টাকা, নাজমূলকে ২ হাজার টাকা, সিরাজুলকে ২ হাজার টাকা, পলয়কে ১ হাজার টাকা ও আমজাতকে ১ হাজার টাকাসহ মোট ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে সহযোগিতায় করেন কাপাসিয়া থানা পুলিশ ও আনসার সদস্যরা।
তিনি আরও বলেন, এভাবে সাধারণ মানুষদের ঠকানো ঠিক নয়। এটা এক ধরনের অপরাধ।