বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

কারাগার থেকে যেভাবে পালিয়েছিল খুনের মামলার আসামি

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ৫৭ জন নিউজটি পড়েছেন
দেশে মৃত্যুদণ্ডের আসামিদের মধ্যে দরিদ্র মানুষ বেশি: গবেষণা

চট্টগ্রামের কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দী ফরহাদ হোসেন রুবেলকে মঙ্গলবার সকালে নরসিংদীর একটি চর থেকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার ভোর থেকে কেন্দ্রীয় কারাগার থেকে নিখোঁজ ছিলেন খুনের মামলার এই আসামি।

ওই হাজতি পালিয়ে যাওয়ার ঘটনায় চট্টগ্রামের কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়রি করেছে কারাগার কর্তৃপক্ষ।

এই ঘটনায় দু’জন কারা কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় মামলাও করা হয়েছে। পুরো ঘটনা খতিয়ে দেখার জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে কারা বিভাগ।

যেভাবে পালিয়েছিল হাজতি

তদন্ত কমিটির প্রধান ও খুলনা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক মোঃ. ছগীর মিয়া বিবিসি বাংলাকে বলেছেন, ‘ওই হাজতি নিখোঁজ হওয়ার পর থেকে আমরা সবগুলো সম্ভাবনাই বিবেচনায় রেখে কাজ শুরু করেছিলাম।’

‘হয়তো সে পালাতে গিয়ে কোনো সুয়ারেজ লাইনে আটকে থাকতে পারে, ভেতরে লুকিয়ে থাকতে পারে বা মারাও গিয়ে থাকতে পারে। এসব বিবেচনায় ফায়ার সার্ভিসের সদস্যদের দিয়ে কারাগারের ভেতরে তল্লাশি চালানো হয়।’

তিনি আরো বলেছেন, ‘কারাগারের সবগুলো সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে আমরা বিশ্লেষণ করতে শুরু করি। গত সোমবার রাতেই আমরা দেখতে পাই, সে ৫টা ১৬ মিনিটে তার কারাকক্ষ থেকে বের হয়ে নিচে নেমেছে।’

সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে কারা কর্তৃপক্ষ এই হাজতির পালানোর বিষয়ে নিশ্চিত হওয়ার সাথে সাথেই তাকে খোঁজার জন্য অভিযান শুরু করেছিল বলে কর্মকর্তারা জানিয়েছেন।

তারা বলেছেন, সেলের কাছাকাছি ফাঁসির মঞ্চের পাশে থাকা একটি দোতলা ভবন এখন চারতলা নির্মাণ করা হচ্ছে। সেই ভবনের ছাদ সম্প্রতি ঢালাই দেয়া হয়েছে। নির্মাণাধীন থাকায় এই ভবনটিতে কোন পাহারা ছিল না।

ভোরে কারাগারের বন্দীদের সেল থেকে বের করার পর খানিকক্ষণ হাঁটাচলা করার সুযোগ দেয়া হয়। এরপর তারা সকালের নাস্তা পান। এই সময়ের সুযোগে পালিয়ে গিয়েছিলেন ফরহাদ হোসেন রুবেল।

কারা উপ-মহাপরিদর্শক মোঃ ছগীর মিয়া বলছেন, ‘আরেকটা সিসি ক্যামেরায় আমরা দেখতে পেয়েছি, ভোর পাঁচটা ২৯ মিনিটে সে নির্মাণাধীন চারতলা ভবনের ছাদ দিয়ে লাফ দিয়ে কারা প্রাচীরের বাইরে পড়ে। এরপর সে পালিয়ে যায়।’

রাতেই এ তথ্যটি আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়ে দেয়ার পর রুবেলের খোঁজে অভিযান চালানো হয়।

মঙ্গলবার ভোরের নরসিংদীর রায়পুর উপজেলার বাল্লাকান্দি চর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এখন তাকে চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছে।

গত ৬ ফেব্রুয়ারি রাতে এক ব্যক্তিকে বুকে ছুরি চালিয়ে হত্যার মামলায় ফরহাদ হোসেন রুবেলকে গ্রেফতার করে সদরঘাট থানা পুলিশ। ৯ ফেব্রুয়ারি থেকে তিনি চট্টগ্রামের কেন্দ্রীয় কারাগারে ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English