শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

কার কাছে চাইব এক শান্তির পৃথিবী?

বিনোদন ডেস্ক
  • প্রকাশিতঃ বুধবার, ১৯ মে, ২০২১
  • ৪৭ জন নিউজটি পড়েছেন
কার কাছে চাইব এক শান্তির পৃথিবী?

ফিলিস্তিনের জেরুজালেম ও গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় প্রাণহানি ও হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী, নৃত্যশিল্পী, লেখক ও চিত্রকর আশনা হাবিব ভাবনা।

নিজের ভেরিফায়েড ফেসবুক হ্যান্ডেলে আজ রোববার এক স্ট্যাটাসে ফিলিস্তিনে হত্যা বন্ধের আহ্বান জানান ভাবনা। তিনি লেখেন, ‘শিশুদের লাশের সারি, রক্তাক্ত দেহ’ দেখে ‘ফিলিস্তিনিদের কঠিন পরিস্থিতিটা আঁচ করা যায়’।

ভাবনার ভাষ্য, ‘ছবি ও ভিডিওগুলো দেখলে ফিলিস্তিনিদের কঠিন পরিস্থিতিটা আঁচ করা যায়। শিশুদের লাশের সারি, রক্তাক্ত দেহ। হাসপাতালে স্বজনদের ছোটাছুটি কিংবা কাফনের কাপড় সরিয়ে প্রিয়জনকে শেষবারের মতো দেখার চেষ্টা।’

বিশ্ববিবেকের কাছে প্রশ্ন ছুড়ে ভাবনা আরও লেখেন, ‘মানুষ মানুষে এই যুদ্ধের শেষ কোথায়? আমরা কি একটা সুন্দর শান্তির পৃথিবীতে থাকতে পারি না, যেখানে সবাই সবাইকে ভালোবাসবে পাশে থাকবে। মনে হয় এটা সম্ভব না। শিশুদের তাকিয়ে থাকা চোখগুলো একবার ভাবায় না, কাঁদায় না। এসব দেখলে আমার মনে হয়, আমি বা কতটা অসহায়। চাইলেই কারও পাশে থাকতে পারি না। কার কাছে চাইব এক শান্তির পৃথিবী?’ সেইসঙ্গে হ্যাশট্যাগ দিয়ে ‘স্টপ জেনোসাইড’ লেখেন এ অভিনেত্রী।

বার্তা সংস্থা রয়টার্সের খবর, ইসরায়েলে রকেট হামলা চালানোর মধ্য দিয়ে হামাস বর্তমান সংঘাতের সূচনা করেছে বলে দাবি করে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যত দিন প্রয়োজন গাজায় হামলা অব্যাহত থাকবে। তবে এতে হতাহত যতটা কমানো যায়, তার সর্বোচ্চ চেষ্টা করা হবে।

তবে অচিরেই ফিলিস্তিনে হামলা ও হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান জানাচ্ছেন বিশ্বের শান্তিকামী মানুষ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English