রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০
  • ৫২ জন নিউজটি পড়েছেন

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে শাহজাহান মিয়া (৫০) নামের এক হাজতির মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (৬ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহজাহান মিয়া রাজধানীর মিরপুর থানার দক্ষিণ পাইকপাড়া এলাকার আমির উদ্দিনের ছেলে। ২০১৮ সাল থেকে কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন তিনি।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার মো. শফিকুল ইসলাম বলেন, সকালে কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন শাহজাহান মিয়া। তাঁকে কারা হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর অবস্থার অবনতি হয়। পরে তাঁকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

শাহজাহান মিয়ার হাজতি নম্বর ১৩৩০/২০। তাঁর বিরুদ্ধে মিরপুর মডেল থানার মামলা নম্বর ১৯(০৫)১৮ ধারা- ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১)এর ১ (খ) রুজু ছিল। া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English