শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

কাশ্মীরে জঙ্গি হামলায় ২ পুলিশ নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ১৫ আগস্ট, ২০২০
  • ৫৩ জন নিউজটি পড়েছেন

উত্তপ্ত কাশ্মীর উত্তপ্তই আছে। সেনাদের ভয়ে জনগণ চুপ করে থাকলেও জঙ্গিরা থেমে নেই। ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে সারা দেশে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছিল। জম্মু-কাশ্মীরেও তার ব্যত্যয় ছিল না। কিন্তু এরই মধ্যে জঙ্গিদের চোরা হামলায় নিহত হয়েছেন দুই টহলদার পুলিশ সদস্য।

এর মাধ্যমে জঙ্গিরা যেন বুঝিয়ে দিল, তারা শেষ হয়ে যায়নি। সুযোগ পেলেই হানা দেয়ার জন্য তৈরি। খবর এনডিটিভির।

শনিবার রাজধানী শ্রীনগরের কাছে নওগামে পুলিশের টহলদারি দলকে লক্ষ্য করে আচমকা গুলি চালানো হয়। ওই হামলায় ঘটনাস্থলেই গুরুতর আহত অবস্থায় লুটিয়ে পড়েন ৩ জন পুলিশ কর্মী। তাদের আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে ২ জনের মৃত্যু হয়, বাকি একজন চিকিৎসাধীন রয়েছেন।

হামলার কথা জানিয়ে কাশ্মীর পুলিশের পক্ষ থেকে টুইটারে বলা হয়েছে, জঙ্গিদের হামলায় তিন পুলিশ গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর দু’জনের মৃত্যু হয়। একজন অবশ্য সুস্থ হয়ে উঠছেন। হামলার এলাকা ঘিরে রাখা হয়েছে।

পুলিশ জানিয়েছে, সুরক্ষার ব্যাপারে জোর দেওয়া হচ্ছে। জম্মু ও কাশ্মীরের সব জেলাতেই নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English