সেলেব্রিটি দম্পতি কিম কারদাশিয়ান এবং কানইয়ে ওয়েস্টের ছয় বছরের বিবাহ এবং একটি আট বছরের প্রেমের গল্পের অবসান ঘটেছে। ই- নিউজের বরাতে জানা যায়, রিয়েলিটি টিভি তারকা কিম কারদাশিয়ান এবং র্যাপ সংগীত শিল্পী কানইয়ে ওয়েস্ট পৃথক হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
ই-নিউজের এক সূত্রের বরাতে জানা যায়, বেশ কয়েকমাস হলো একসাথে সময় কাটাননা তারা। শুধু বাচ্চাদের স্বার্থে তারা একে অপরের কাছাকাছি থাকলেও আলাদাভাবে জীবনযাপন করছিলেন এই দম্পতি। তবে এখনও বিবাহ বিচ্ছেদের আবেদন করতে পারেননি কিম ।
কিম-কানইয়ের সংসারে ভাঙনের সুর
কারদাশিয়ান কেন এখনও বিবাহ বিচ্ছেদের আবেদন করেননি এমন প্রশ্নের জবাবে তিনি জানান, তারা এখন যে সিদ্ধান্তটি নিয়েছেন তা তাদের বাচ্চাদের জন্য সবচেয়ে উপযুক্ত ।
সূত্রটি আরো জানায়, কিম কেবলমাত্র বাচ্চাদের ভালোর জন্যই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। এটি আর বিবাহ বন্ধনে আবদ্ধ নন। তিনি আরো জানান আমাদের বিবাহ জীবন শেষ।
কিম-কানইয়ের সংসারে ভাঙনের সুর
এদিকে অনলাইন সংবাদ মাধ্যম টিএমজেড জানায়, “২০২০ সালের শেষের দিকে তাদের সম্পর্ক নিয়ে অনেকটাই জল ঘোলা করেছেন তারা। তাদের এই টানাপোড়নের মধ্যেই সম্পর্ক বিচ্ছেদ করার সিদ্ধান্ত নেন কিম কারদাশিয়ান।