শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

কী কারণে সালমানের সঙ্গে ‘ঝগড়া‘ জানালেন শাহরুখ

বিনোদন ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ২৭ জুন, ২০২১
  • ৪৬ জন নিউজটি পড়েছেন
কী কারণে সালমানের সঙ্গে ‘ঝগড়া‘

বলিউডের নামকরা দুই তারকা শাহরুখ খান ও সালমান খান। তাদের বন্ধুত্বের কথা সবারই জানা। তবে মাঝে একটা সময় তাদের মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ ছিল। কিন্তু কী কারণে এমনটি ঘটেছিল? সেই ব্যাখ্যা দিয়েছেন কিং খান।

জিনিউজ জানিয়েছে, সম্প্রতি শাহরুখের একটি ফ্যান ক্লাবের পক্ষে একটি ভিডিও সামাজিকমাধ্যমে পোস্ট করা হয়েছে। সেখানে শাহরুখকে বলতে শোনা যাচ্ছে— কেউ জানে না আমার আর সালমানের ঝগড়া কী কারণে হয়েছিল? কারণটা খুবই ছোট্ট। দুজনের মধ্যে কে বেশি সুখী, তা নিয়েই আমাদের তর্ক হয়েছিল।

শাহরুখ জানান, তিনিই সবচেয়ে সুখী। কারণ সারা দিন কাজের পর বাড়ি ফিরে স্ত্রীর মুখ দেখতে পান, আর সব ক্লান্তি দূর হয়ে যায়।

ঠিক তখনই শাহরুখকে থামিয়ে ভাইজান বলেন, সে আসলে আমায় পরোক্ষভাবে বিয়ের জন্য রাজি করানোর চেষ্টা করছে।

শাহরুখ ফের বলেন, সালমান আমায় বলেছে— সে সবচেয়ে সুখী। কারণ বাড়ি ফিরে তাকে বউয়ের মুখ দেখতে হয় না।

প্রসঙ্গত শাহরুখ ও সালমান তাদের ঝগড়ার আসল কারণটা খোলসা না করলেও গুঞ্জন রয়েছে— ২০০৮ সালে নায়িকা ক্যাটরিনা কাইফের জন্মদিনের পার্টিতে নাকি তাদের মধ্যে ঝামেলার সূত্রপাত হয়। যদিও পরে তারা বিবাদ মিটিয়ে নেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English