শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

কৃষকদের জন্য আবারও একসঙ্গে ফেরদৌস-পূর্ণিমা

বিনোদন ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ২৯ মার্চ, ২০২১
  • ৩৩ জন নিউজটি পড়েছেন
আবার জুটি বাঁধলেন ফেরদৌস–পূর্ণিমা

বাংলা সিনেমার দর্শকপ্রিয় জুটি ফেরদৌস-পূর্ণিমা। সবশেষ ‘গাঙচিল’ এবং ‘জ্যাম’ সিনেমায় অভিনয় করেছেন তারা। পাশাপাশি একসঙ্গে উপস্থাপনাও করেছেন বিভিন্ন অনুষ্ঠান। এবার কৃষকদের জন্য ফের একসঙ্গে দেখা যাবে ফেরদৌস-পূর্ণিমাকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর মাহেন্দ্রক্ষণে দীপ্ত টিভি আয়োজিন ‘এসিআই দীপ্ত কৃষি অ্যাওয়ার্ড ২০২০’ অনুষ্ঠানে উপস্থাপনা করবেন এই দুই অভিনয়শিল্পী

আগামী ০২ এপ্রিল বিকেলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই অ্যাওয়ার্ড প্রদান করা হবে। এতে অংশগ্রহণ করবেন জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি, মেহজাবিন, নাদিয়া, চাঁদনী, সিনথিয়া, বারিষ হক। গান পরিবেশনায় থাকবেন ফোক সম্রাজ্ঞী মমতাজ।

আজ (২৮ মার্চ) রবিবার বিকাল ৪টায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সুরমা হলে এক সংবাদ সম্মেলনের বিষয়টি জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন দীপ্ত টিভির সিইও ফুয়াদ চৌধুরী এবং এসিআই এগ্রো বিজনেস এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. এস এইচ আনসারী, কৃষি বিষয়ক সরকারি উর্ধ্বতন কর্মকর্তাগণ এবং অ্যাওয়ার্ড অনুষ্ঠানের উপস্থাপক চিত্রনায়ক ফেরদৌস।

২০১৬ সালের ৭ জুন থেকে দীপ্ত টিভিতে সম্প্রচারিত হয়ে আসছে কৃষি বিষয়ক অনুষ্ঠান ‘দীপ্ত কৃষি’। দীর্ঘ সময় ধরে বাংলাদেশের কৃষি অগ্রযাত্রায় নিয়ামক হিসেবে কাজ করছে এই জনপ্রিয় অনুষ্ঠানটি। কৃষির এই অগ্রগতিতে যারা অসামান্য অবদান রেখেছেন সেসকল কৃষকদের সম্মাননা জানানোর লক্ষে আয়োজন করা হয়েছে ‘এসিআই দীপ্ত কৃষি অ্যাওয়ার্ড ২০২০’। ০২ এপ্রিল ওই অনুষ্ঠানটি দীপ্ত টিভিতে বিকাল ৪টায় সরাসরি সম্প্রচার করা হবে।

কৃষকদের সম্মানিত করতে এবার মোট ১০টি ক্যাটাগরিতে এক লক্ষ টাকা সম্মাননা ও অন্যান্য পুরস্কার দেয়া হবে। ক্যাটাগরিগুলো হলো সেরা মৎস্য চাষী, সেরা সবজি চাষী, সেরা পোল্ট্রি খামারি, সেরা গবাদি পশুর খামার, সেরা কৃষি উদ্যোক্তা, সেরা ফল বাগানী, সেরা কৃষি উদ্ভাবক, সেরা সামাজিক/সমবায় কৃষি, সেরা শষ্য উৎপাদনকারী কৃষক ও সেরা কৃষি শিক্ষায় অবদান রাখা ব্যক্তি/প্রতিষ্ঠান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English