ভাইরাল হওয়া চিঠিতে লেখা রয়েছে, আমরা সবাই জানি বহুল প্রতীক্ষিত কেজিএফ-চ্যাপ্টার টু সিনেমা আগামী ১৬ জুলাই শুক্রবার মুক্তি পাবে। আমরা সিনেমাটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছি সুতরাং আমরা আপনাকে ঐদিন সরকারি ছুটির দিন ঘোষণা করার অনুরোধ করছি। আমাদের অনুভূতি বোঝার চেষ্টা করুন। এটা শুধু সিনেমা নয়, একটা ইমোশন’!
সিনেমাটির প্রথম কিস্তি ‘কেজিএফ: চ্যাপ্টার ওয়ান’ মুক্তি পায় ২০১৮ সালে। সিনেমার গল্প কৃষ্ণপ্পা বেয়ার ‘রকি’-কে নিয়ে। ১৯৬০-এর দশকে মুম্বাই এসেছিল দরিদ্র ঘরের ছেলে রকি তার মৃত মায়ের শেষ কথানুযায়ী ক্ষমতা এবং সম্পদের অধিকারী হতে। পরে সোনা চোরাচালান মাফিয়ার সঙ্গে জড়িত হয়ে পড়ে। ‘রকি’ হিসেবে ইয়াশ এবং গরুড়া হিসেবে রামচন্দ্র রাজু অভিনয় করেন।