ঢাকা কেন্দ্রীয় কারগার (কেরানীগঞ্জ)-এ নারী বন্দিদের জন্য মহিলা কারাগার উদ্ধোধন করা হয়েছে। রবিবার সকালে ভার্চুয়ালি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভার্চুয়াল অনুষ্ঠান শেষে কারা মহাপরিদর্শক (আইজি-প্রিজনস) ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন মহিলা কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, সারা দেশে চার হাজার নারী বন্দি রয়েছে। এ নারী কারাগারে ৩০০ জন নারীবন্দিকে রাখা যাবে। প্রয়োজনে এর থেকে বেশিও রাখা যাবে। করোনার কারণে কাশিমপুর কারাগার থেকে এখানে নারী বন্দি এখনও স্থানাস্তর করা হয়নি। এখনে নরী কয়েদিদেরও জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। ব্যবস্থা হয়েছে পড়ালেখা করার। এটাকে কারাগার বলা যাবে না। নিজেকে শোধনাগার বলাও যেতে পারে। এখান থেকে শিক্ষা নিয়ে একটি নরী কয়েদি বের হবার পর সে নিজ পায়ে দাঁড়াতে পারবে বলেও তিনি আশা ব্যক্ত করেন। কাশিমপুর কারাগার থেকে দ্রুত ব্যবস্থাপনার মাধ্যমে আমরা চেষ্টা করবো যাতে এখানে নারীবন্দিদের স্থানান্তর করা যায়।
কারা উপমহাপরিদর্শক (ডিআইজি-প্রিজনস) তৌহিদুল ইসলাম, এআইজি (প্রিজনস) সাজ্জাদ হোসেন, জেল সুপার মাহবুবুর রহমান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।