শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে মদপান, আটক ৩

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০
  • ৫০ জন নিউজটি পড়েছেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে প্রকাশ্যে মদপানরত অবস্থায় তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাবি কর্তৃপক্ষ তাদের আটক করে শাহবাগ থানায় সোপর্দ করে।

ঢাবি প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রাব্বানী এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানান, রাতে শহীদ মিনারের বাউন্ডারির দেয়ালে বসে মদ খাচ্ছিলেন এই তিনজন। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর নজরে এলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমকে অবহিত করেন এবং থানায় খবর দেয়া হয়। পরে শাহবাগ থানা পুলিশ এসে বিশ্ববিদ্যালয়ের অনুমতিতে তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়।

আটককৃতরা হলেন- মোহাম্মদ রনি (২৪), নাসির উদ্দিন (২৮) এবং মামুন। এদের মধ্যে রনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত, নাসির বিশ্ববিদ্যালয়ের কর্মচারির ছেলে এবং মামুন শহীদ মিনার এলাকায় নৈশপ্রহরীর দায়িত্বে নিয়োজিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রাব্বানী বলেন, শহীদ মিনার এলাকায় মাদক গ্রহণ ও বহনের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়ায় আমরা তিনজনকে আটক করে প্রশাসনের হাতে হস্তান্তর করেছি। এরমধ্যে একজন মন্ত্রণালয়ের পক্ষ থেকে শহীদ মিনার রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত কর্মী। বাকি দুইজন বহিরাগত।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English