রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

কোপার শেষ আটে বার্সা

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১
  • ৩৬ জন নিউজটি পড়েছেন

নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরলেন মাঠে। পেলেন গোলের দেখা। আবার সতীর্থকে দিয়ে করালেনও একটি। স্কোর বড় হতে পারত আরো। কিন্তু গোল মিসের মহড়ায় তা হয়নি। তারপরও কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে স্বস্তি নিয়েই উঠেছে বার্সেলোনা। বুধবার রাতে শেষ ষোলোর ম্যাচে রায়ো ভায়োকানোকে ২-১ গোলে হারিয়েছে কাতালান শিবির।

প্রতিপক্ষের মাঠে গোল পেতে অনেক অপেক্ষা করতে হয়েছে বার্সাকে। প্রথমার্ধে গোল হয়নি। দ্বিতীয়ার্ধে প্রথম গোল পায় ভায়োকানো। মেসির গোলে সমতা আনে বার্সা। জয়সূচক গোলটি করেন ইয়ং।
ম্যাচের প্রায় ৭০ শতাংশ সময় বল দখলে রাখার পাশাপাশি আক্রমণেও আধিপত্য করা বার্সেলোনা ২০ মিনিটে এগিয়ে যেতে পারতো। কিন্তু ডি ইয়ংয়ের শট ক্রসবারে লাগে। দুই ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা মেসির পরক্ষণে নেয়া শট ঠেকিয়ে দেন গোলরক্ষক দিমিত্রেইভস্কি।

দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে মেসির ডান দিক থেকে নেয়া ফ্রি কিক ক্রসবারে লেগে ফেরে। ৬১ মিনিটে আচমকা ওঠা আক্রমণে ভীতি ছড়ায় স্বাগতিকরা। তবে ফ্রান গার্সিয়ার জোরালো শট ঠেকিয়ে দেন বার্সেলোনার দ্বিতীয় পছন্দের গোলরক্ষক নেতো। এর দুই মিনিট পর এগিয়ে যায় ভাইয়োকানো। লংলেকে ফাঁকি দিয়ে ডান দিক দিয়ে ডি-বক্সে ঢুকে দুরূহ কোণ থেকে শট নেন আলভারো গার্সিয়া। আলগা বল গোলমুখ থেকে জালে ঠেলে দেন ফ্রান গার্সিয়া (১-০)।

ছয় মিনিট পরেই সমতায় ফেরে বার্সেলোনা। গ্রিজমানের পাসে অনায়াসে গোল করেন মেসি (১-১)। ৮০ মিনিটে এগিয়ে যায় বার্সা। মেসির ডি-বক্সে উঁচু করে বাড়ানো বল বক্সের মুখে বাড়ান আলবা। আগেই সেখানে ছুটে যাওয়া ডি ইয়ংয়ে সহজ ফিনিশিং (২-১)।

এরপর অবশ্য আর গোল হয়নি। দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে মেসিরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English