রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

কোভ্যাক্স ভ্যাকসিন জোটে যোগ দিয়েছে চীন

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
  • ২৪ জন নিউজটি পড়েছেন

কোভিড-১৯ ভ্যাকসিনের প্রাপ্যতার ক্ষেত্রে সমঅধিকার নিশ্চিত করার জন্য জাতিসংঘ গঠিত কোভ্যাক্স জোটে যোগ দেয়ার কথা জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার তারা জোটের সহযোগী সংগঠন গ্যাভির সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে।

এর আগে সেপ্টেম্বরের মধ্যে এ জোটে যোগদানের সময়সীমা নির্ধারণ করা হলেও, প্রাথমিকভাবে এতে যোগ দিতে অস্বীকৃতি জানায় চীন।

এ নিয়ে এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং বলেন, ‘ভ্যাকসিনের ন্যায়সঙ্গত বণ্টন নিশ্চিত করার লক্ষ্যে আমরা এ দৃঢ় পদক্ষেপ নিচ্ছি, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর জন্য। আশা করছি সামর্থবান আরও কিছু দেশ কোভ্যাক্স জোটে যোগ দেবে এবং এতে সমর্থন করবে।’

তবে চুক্তির শর্ত এবং চীন কীভাবে এ জোটে অবদান রাখবে তা এখনও পরিষ্কার নয়। দেশটির নেতা শিজিনপিং এর আগে বলেছিলেন যে চীন এ ভ্যাকসিনকে বিশ্বের জনসাধারণের জন্য সহজলভ্য করবে।

এদিকে, আগেই কোভ্যাক্স জোটে যোগ না দেয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English