রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

ক্রোম ব্রাউজারের গোপন কিছু ফিচার

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ৪৬ জন নিউজটি পড়েছেন

মোবাইল ব্রাউজার মানেই ক্রোম। কিন্তু এই ক্রোম ব্রাউজারে কী কী করা যায় তা অনেকেরই জানা নেই। ক্রোম ফর অ্যান্ড্রয়েডে যেসব অপরিচিত ফিচার আছে সেগুলো সম্পর্কে নিচে জানানো হলো।

ট্যাব সোয়াইপ

ট্যাব আইকন ক্লিক করা ছাড়াও এক ট্যাব থেকে অন্য ট্যাবে যাওয়া যায়। পেইজের বাম দিক থেকে ডান দিকে সোয়াইপ করলেই ট্যাব পরিবর্তন হয়ে যাবে।

অফলাইন

ওয়েবপেইজ দেখতে দেখতে যদি নেট চলে যায় তবে চিন্তার কিছু নেই। শুধু ক্যান্সেল অপশনে ক্লিক না করলেই হলো। নেট চলে আসলে পুরো পেইজ ডাউনলোড করার অপশন দেখাবে ক্রোম।

ট্যাব খোলা

নতুন ট্যাব ওপেন করতে ও পুরানো ট্যাব বন্ধ করতে ট্যাব আইকনে লম্বা সময় ধরে প্রেস করলেই হয়। সেখানে ট্যাব ওপেন ও ক্লোজের অপশন দেখা যাবে।

পিডিএফ ফাইল

ক্রোম থেকে সরাসরি পিডিএফ হিসেবেও পেইজ নামানো যায়। ক্রোমের থ্রি ডট আইকন থেকে share অপশনে ক্লিক করতে হবে। এরপর print এ ক্লিক করলে Save as PDF হিসেবে ফাইলটি ডাউনলোড হবে। ফাইলটি যেকোনো ডিভাইসে শেয়ার করা যাবে।

ওয়েবসাইট জুম করা

যেকোনো ওয়েবপেইজের টেক্সট বড় আকারে দেখতে ক্রোমের সেটিংস থেকে ‘Accessibility’ অপশনে ক্লিক করতে হবে। নতুন পেইজের মাঝে থাকা ‘Force enable zoom’ অপশনে ক্লিক করতে হবে। এরপর Text Scaling বাড়িয়ে কমিয়ে ওয়েবসাইটের লেখা বড় ছোট করা যাবে।

কুইক স্ক্রল

যদি স্ক্রল ব্যাতীত উইকিপিডিয়া পেইজে কিছু খুঁজতে চান তবে ‘Find in page’ অপশনটিতে ক্লিক করতে পারেন। থ্রি ডট আইকনে ক্লিক করলে অপশনটি পাওয়া যাবে। এর মাধ্যমে ‘Reference’ বা ‘ Early life’ টাইপ করে পেইজে থাকা সেকশনটিতে একবারে চলে যাওয়া যাবে।

অটো প্লেয়িং ভিডিওর সাউন্ড

ওয়েবসাইটে ঢুকলে হঠাত্ করেই অনেক সময় ভিডিও চালু হয়ে যায়। এই ভিডিওর সাউন্ড বন্ধ করতে সেটিংস অপশনে যেতে হবে। এরপর site settings এ ক্লিক করলে নতুন একটি পেইজ চালু হবে। এতে থাকা Sound অপশনে ক্লিক করলে অটো প্লে সাউন্ড বন্ধ হয়ে যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English