শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

ক্ষতিকর ছয় অ্যাপ সরাল গুগল

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৪০ জন নিউজটি পড়েছেন

সম্প্রতি অ্যান্ড্রয়েড ইউজারদের তথ্যের গোপনীয়তা বা সুরক্ষা সম্পর্কিত একটি ঝুঁকি সামনে এসেছে, যদিও তড়িঘড়ি মাঠে নেমে পরিস্থিতি সামাল দিয়েছে গুগল।

জোকার নামের একটি নতুন ম্যালওয়্যারের কথা জানা গেছে, যা আপনার ডিভাইসের জন্য বেশ বিপজ্জনক।

এটি একটি ফ্লিসওয়ার বা ম্যালিশিয়াস বট, যা মূলত সিমুলেটেড ক্লিকগুলোর ওপর প্রভাব ফেলে এবং ইউজারদের অজান্তেই কিছু প্রিমিয়াম পরিষেবাগুলোতে টাকা দিয়ে সাবস্ক্রিপশন করায়, এমনকি এটি এসএমএস পর্যন্ত আটকে দিতে পারে। এ ম্যালওয়্যারটি শনাক্ত করাও বেশ কঠিন।

এ ক্ষেত্রে, গুগল প্লে, সংক্রামিত অ্যাপ্লিকেশনগুলো চিহ্নিত করে তার প্লাটফর্মে ম্যালিশিয়াস অ্যাকিটিভিটি রোধ করার চেষ্টা করেছে। এর জন্য গুগল সম্প্রতি প্লে স্টোর থেকে ৬টি অ্যাপ্লিকেশন রিমুভ করেছে। রিপোর্ট অনুযায়ী, এগুলো অ্যান্ড্রয়েড ডিভাইসে গোপনে স্পাইওয়্যার এবং প্রিমিয়াম ডায়ালার ইনস্টল করত।

ক্ষতিকর এ ছয়টি অ্যাপস হল : Safety AppLock, Convenient Scanner 2, Emoji Wallpaper, Push Message-Texting & SMS, FingerTip Gamebox, Ges Separate Doc Scanner|

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English