খাগড়াছড়ি বাস টার্মিনালে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।
সদর থানার ওসি মোহাম্মদ রশিদ জানান, শনিবার সকালে অভিযোগ পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের নাম মো. রফিক (২৪) ও মো. কামাল (২৯) বলে জানালেও পুলিশ তাৎক্ষণিকভাবে তাদের ঠিকানা বলতে পারেনি।
পুলিশ জানায়, সদর উপজেলার নুনছড়ি এলাকার ১৬ বছর বয়সী এক কিশোরী মা-বাবার সঙ্গে অভিমান করে বাড়ি ছেড়ে আসে। ভোরের দিকে সে বাস টার্মিনাল এলাকায় পৌঁছালে দুইজন তাকে বাসে নিয়ে ধর্ষণ করে। পরে কিশোরী থানায় গিয়ে অভিযোগ দেয়।
ওসি রশিদ বলেন, আটক দুইজনের একজন ওই বাসটির চালকের সহকারী। অন্যজনের পরিচয় এখনও পাওয়া যায়নি। আলামত হিসেবে বাস পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে। কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।