শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

খুবি শিক্ষার্থীদের দাবিতে ৫৫ শতাংশ মেস ভাড়া মওকুফের সিদ্ধান্ত

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ৪ জুলাই, ২০২০
  • ৪৯ জন নিউজটি পড়েছেন

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীদের দাবিতে ৫৫ শতাংশ মেস ভাড়া মওকুফ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেস মালিকেরা। শুক্রবার (৩জুলাই) পুলিশের হস্তক্ষেপে মালিকপক্ষ ও শিক্ষার্থীদের মধ্যে সমঝোতার মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের হল রোড সংলগ্ন ইসলাম নগর এবং খানজাহান নগর এলাকার সকল বাসা ও ছাত্রাবাসের শিক্ষার্থীদের গত এপ্রিল মাস থেকে করোনা মহামারি যতদিন চলবে, ততদিন পূর্বের ভাড়ার ৪৫ শতাংশের সাথে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে।

এ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে শিক্ষার্থীরা অন্যান্য এলাকার মেস মালিকদের একইরকম মানবিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন।

আরো পড়ুন: করোনা উপসর্গে বৃদ্ধের মৃত্যু, অবহেলার অভিযোগে চিকিৎসক লাঞ্ছিত

ভাড়া কমানোর দাবি করায় এক শিক্ষার্থীকে মেস ছাড়তে বাধ্য করে মেস মালিক। এ ঘটনায় গত ১ জুলাই তিনি নগরীর হরিণটানা থানায় সাধারণ ডায়েরি করেন। এরপর থানার মাধ্যমে এসব মিটমাট করা হয়।

হরিণটানা থানার ওসি মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English