শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

খুলনা বিভাগে আরও ১৬৪ জনের করোনা শনাক্ত

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৬ জন নিউজটি পড়েছেন

খুলনা বিভাগে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তের ১৬৯তম দিনে রোগীর সংখ্যা সাড়ে ১৯ হাজার ছুঁই ছুঁই করছে। গত বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬৪ জন শনাক্তের মধ্য দিয়ে এখন বিভাগে মোট সংখ্যাটা ১৯ হাজার ৪৭৫ জন।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, একই সময়ে বিভাগে নতুন করে ২৫২ জন সুস্থ হওয়ায় এ পর্যন্ত বিভাগে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৫৯৫ জন। শনাক্ত বিবেচনায় বিভাগে সুস্থ হওয়ার হার ৭৫ শতাংশ।

রাশেদা সুলতানা আরও জানান, বিভাগে নতুন সংক্রমিত ১৬৪ জনের মধ্যে চুয়াডাঙ্গায় ৫ জন, যশোরে ৩৭, ঝিনাইদহে ২৬, খুলনায় ৪৫, কুষ্টিয়ায় ৩১, মাগুরায় ৫, মেহেরপুরে ৭ এবং নড়াইলে ৮ জন। এ সময়ে বাগেরহাট ও সাতক্ষীরায় কোনো রোগী শনাক্ত হয়নি।

স্বাস্থ্য বিভাগ জানায়, বিভাগে এ পর্যন্ত শুধু খুলনা জেলায় সর্বোচ্চ ৫ হাজার ৭৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া বাগেরহাটে ৯০৭ জন, চুয়াডাঙ্গায় ১ হাজার ২৭৮, যশোরে ৩ হাজার ৩৭৬, ঝিনাইদহে ১ হাজার ৬৮৮, কুষ্টিয়ায় ২ হাজার ৮৩১, মাগুরায় ৮২১, মেহেরপুরে ৫৪৩, নড়াইলে ১ হাজার ২০৫ ও সাতক্ষীরায় ১ হাজার ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২৪ ঘণ্টায় বিভাগে কোভিডে মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে বিভাগে করোনায় মৃতের সংখ্যা ৩৩১। এ পর্যন্ত মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে খুলনায় ৮৪ জন, কুষ্টিয়ায় ৬২, বাগেরহাটে ২১, চুয়াডাঙ্গায় ৩০, যশোরে ৩৯, ঝিনাইদহে ২৭, মাগুরায় ১২, মেহেরপুরে ১২, নড়াইলে ১৬ ও সাতক্ষীরায় ২৮ জন রয়েছেন। বিভাগে করোনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে মৃত্যুর হার ১ দশমিক ৬৯ শতাংশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English