বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

খেপুপাড়ায় সর্বোচ্চ ২৯৪ ও ঢাকায় ১২০ মিলিমিটার বৃষ্টিপাত

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ১২৪ জন নিউজটি পড়েছেন

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে দেশের উপকূলসহ সারাদেশেই বৃষ্টিপাত বেড়েছে। বিশেষ করে উপকূল অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ শুরু হয়েছে। পাশাপাশি রাজধানী ঢাকায়ও ভারী বর্ষণ হচ্ছে সন্ধ্যা থেকে।

সোমবার (২৪ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আফরোজা সুলতানা ঢাকা পোস্টকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সারাদেশেই বৃষ্টিপাত হচ্ছে। তবে উপকূলে একটু বেশি হচ্ছে। পাশাপাশি রাজধানীতে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৩৫ মিলিমিটার এবং দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাজধানীতে রাত থেকে বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পাবে।

আবহাওয়াবিদ সুলতানা আফরোজ আরও বলেন, বৃষ্টিপাতের হিসেব আমরা এখনও করিনি। আবহাওয়ার রাতের পূর্বাভাসের সময় একসঙ্গে বৃষ্টিপাতের তথ্য দেওয়া হবে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে খেপুপাড়ায় ২৯৪ মিলিমিটার, পটুয়াখালীতে ২৫৩ মিলিমিটার, ভোলায় ২৪৪ মিলিমিটার, বরিশালে ২৬০ মিলিমিটার, মোংলায় ২১৯ মিলিমিটার এবং খুলনায় ১৮৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। উপকূলজুড়ে ভারী বৃষ্টিপাতের ধারা আজ রাতে অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English