সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

গণতন্ত্র না থাকলে আইনের শাসন থাকে না: গয়েশ্বর

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০
  • ৩৫ জন নিউজটি পড়েছেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দেশে গণতন্ত্র নেই। গণতন্ত্র না থাকলে সেখানে আইনের শাসন থাকে না। এ অবস্থায় দেশের কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান নিরপেক্ষভাবে কাজ করতে পারে না। রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যদি নিজস্ব চিন্তাধারা ও ন্যায়নীতি প্রতিষ্ঠা করতে না পারে জনগণ কোনো সুফল পায় না। জনগণ নানাভাবে নির্যাতিত ও নিগৃহীত হয়।

বৃহস্পতিবার রাজধানীর রূপনগর এলাকায় বাউনিয়া বেড়িবাঁধ-সংলগ্ন বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব বলেন।

গয়েশ্বর বলেন, যে গণতান্ত্রিক চেতনাকে প্রতিষ্ঠা করার জন্য দেশ স্বাধীন করা হয়েছে, রক্ত দেওয়া হয়েছে সেই চেতনাকে এই বিজয়ের মাসে পুনরুদ্ধার করা জরুরি। তাই আজকের আহ্বান- ব্যক্তিতন্ত্র নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক।

বস্তিবাসীর স্থায়ী পুনর্বাসনের দাবি জানিয়ে তিনি বলেন, বিএনপি জনগণের দল, সামর্থ্য অনুযায়ী জনগণের পাশে দলের নেতাকর্মীরা দাঁড়ায়। শীত এলেই এ এলাকার বস্তিতে আগুন লাগে। নিরপেক্ষভাবে গুরুত্ব দিয়ে তদন্ত করলেই রহস্য বেরিয়ে আসবে। অবিলম্বে এই বস্তিবাসীদের স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করুন।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরও ছিলেন বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক, ঢাকা মহানগর উত্তর বিএনপির সহসভাপতি কে এম মোয়াজ্জেম হোসেন, যুগ্ম সম্পাদক শামীম পারভেজ, সাংগঠনিক সম্পাদক সোহেল রহমান প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English