অনতিবিলম্বে গণপরিবহনে ৬০ শতাংশ বর্ধিত ভাড়া প্রত্যাহার করে বিদ্যমান নৈরাজ্য ও স্বেচ্ছাচারিতার অবসান ঘটানোর আহ্বান জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। দলটি বলেছে, বর্ধিত ভাড়া আদায়কে কেন্দ্র করে পরিবহন মালিকদের স্বেচ্ছাচারীতা ও জবরদস্তির কারণে মানুষের দুর্ভোগ আরো চরমে উঠেছে। বাড়তি ভাড়া গুণতে গিয়ে সাধারণ মানুষ নানাভাবে ভোগান্তির শিকার হচ্ছেন।
রোববার এক বিবৃতিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আরও বলেছেন, ‘করোনা পরিস্থিতিতে অর্ধেক যাত্রী নিয়ে চালাতে অযৌক্তিকভাবে বাসভাড়া ৬০ ভাগ বৃদ্ধি করা হলেও গণপরিবহেন স্বাস্থ্যবিধির কোনো বালাই নেই। বরং আগের ধারায় পুরো বাস ভর্তি করে যাত্রী তোলা হচ্ছে। এ অবস্থায় গণপরিবহনে যাত্রী ও পরিবহন শ্রমিকদের মধ্যে ঝগড়াঝাটি, হাতাহাতি ও মারামারির কারণে এক ধরনের নৈরাজ্য দেখা দিয়েছে।’
অবিলম্বে বিদ্যুতের ভুতুড়ে বর্ধিত বিল সমন্বয় করার দাবি জানিয়ে সাইফুল হক বলেন, ‘করোনা দুর্যোগের অজুহাতে বিদ্যুতের যে ভুতুড়ে বিল ভোক্তাদের ওপর চাপানো হয়েছিল, তা সমন্বয়ের কথা বলা হয়েছিল। কিন্তু দু’মাস পার হবার পরও ভুতুড়ে বিল সমন্বয় করা হয়নি। এজন্য দায়িত্বহীন কর্মকর্তা-কর্মচারীদের দৃষ্টান্তমূলক কোনো শাস্তির ব্যবস্থাও করা হয়নি।’