বিজ্ঞপ্তিতে রেজা কিবরিয়া বলেন, ‘আমি গণফোরামের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছি এবং আমার পদত্যাগপত্র দলের সভাপতি ড. কামাল হোসেনের কাছে ইতোমধ্যেই জমা দিয়েছি। এ ছাড়া, আমি গণফোরামের দলীয় সদস্যপদ থেকেও ইস্তফা দিয়েছি।
এ বিষয়ে এক প্রশ্নে তিনি বলেন, ‘গণফোরাম থেকে আমার পদত্যাগের সুনির্দিষ্ট কোনো কারণ নেই। ড. কামাল হোসেনের সঙ্গে আমার সম্পর্ক রাজনীতির ঊর্ধ্বে। তবে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে পরবর্তীতে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাব।’ সংবাদ বিজ্ঞপ্তিতে রেজা কিবরিয়া বলেন, ‘দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের সুযোগ করে দেওয়ার জন্য আমি ড. কামাল হোসেন ও গণফোরামের নেতৃবৃন্দের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। গত ১৮ মাস ড. কামাল হোসেনের সঙ্গে কাজ করতে পেরে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি।’
রেজা কিবরিয়া বলেন, ‘বাংলাদেশে যারা গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছে আমি তাদের সঙ্গে কাজ করে যাব। আমি আমাদের তরুণ প্রজন্মকে নিয়ে অনেক আশাবাদী। আমি মনে করি তরুণরা বাংলাদেশের অপার সম্ভাবনা সম্পর্কে ধীরে ধীরে সচেষ্ট হয়ে উঠছে।’
তিনি আরও বলেন, ‘আমি দেশের মানুষ ও গণমাধ্যমের যারা আমাকে বিগত মাসগুলোতে সাহস যুগিয়েছেন ও সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আশাকরি আগামী দিনগুলোতে আমরা দেশে মুক্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে একযোগে কাজ করে যাব।’