বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

গত ২৪ ঘণ্টায় করোনায় সিলেট বিভাগে ১৭ মৃত্যু

জৈষ্ঠ প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ১৫৫ জন নিউজটি পড়েছেন
দেড় মাস পর দেড়শর নিচে নামলো করোনায় মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭০২ জন। আজ সকাল ৮টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয় এ তথ্য নিশ্চিত করে জানায়, বিভাগের চার জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃতদের ১৭ জনের মধ্যে সিলেট জেলায় ১৫, সুনামগঞ্জে ১ ও মৌলভীবাজার জেলার ১ জন রয়েছেন। এর আগের দিন বিভাগে করোনায় ৭ জনের মৃত্যু হয়।

এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মারা গেছেন সর্বমোট ৮০৫ জন। এদরে মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৬৪৩, সুনামগঞ্জে ৫৯, হবিগঞ্জে ৩৯ ও মৌলভীবাজারে ৬৪ জন রয়েছেন। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত ৭০২ জন। আগের দিন এ সংখ্যা ছিল ৫৯১ জন। আক্রান্তদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ সংখ্যক ৩২৯, সুনামগঞ্জে ৮৬, হবিগঞ্জে ৮১ ও মৌলভীবাজার জেলায় ১০৬ জন রয়েছেন।

বিভাগে গত ২৪ ঘণ্টায় মোট ২ হাজার ১৩৯ জনের করোনা পরীক্ষার বিপরীতে ৭০২ জনের ফলাফল পজিটিভ আসে। সংক্রমণের হার হচ্ছে ৩২ দশমিক ৮২ ভাগ। আগের দিন সংক্রমণের হার ছিল ৩০ দশমিক ৯৭ ভাগ। এ নিয়ে সিলেট বিভাগে করোনায় সর্বমোট আক্রান্ত রোগীর সংখ্যা হচ্ছে ৪৫ হাজার ৮৬৪ জন।

অপর দিকে গত ২৪ ঘণ্টায় বিভাগের চার জেলায় করোনা থেকে সুস্থ্য হয়েছেন ৪৭০ জন। এ নিয়ে সিলেট বিভাগে করোনা থেকে মোট সুস্থ হন ৩৩ হাজার ৫৩০ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৩ জন। এ নিয়ে বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট চিকিৎসাধীন রয়েছেন ৪৭৮ জন। গত একদিনে সিলেট বিভাগে র‌্যাপিড এ্যন্টিজেন টেষ্টের মাধ্যমে কভিড-১৯ পজিটিভ রোগী শনাক্ত হয় ১৬৭ জন। গত ২৪ ঘণ্টায় বিভাগে আরও ১৩৯ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এ নিয়ে বিভাগের চার জেলায় বর্তমানে মোট হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ২ হাজার ৩১ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English