শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

গত ৪২ ঘণ্টায় খালেদার জ্বর আসেনি : ডা. জাহিদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
  • ৬২ জন নিউজটি পড়েছেন
খালেদা জিয়া

করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গত ৪২ ঘণ্টা জ্বর ছিল না বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। সোমবার (১৯ এপ্রিল) রাত পৌনে ১২টায় গুলশানে খালেদা জিয়াকে দেখে এসে তিনি এ তথ্য জানান।

ডা. জাহিদ বলেন, রোববার (১৮ এপ্রিল) রাতে আমাদের মেডিকেল টিমের চিকিৎসক ডা. এফ এম সিদ্দিক বলেছিলেন যে ম্যাডামের জন্য আগামী ৪৮ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজ তার করোনা আক্রান্তের ১২তম দিন শুরু হয়েছে। ১২, ১৩ ও ১৪তম দিন সময়টি রোগীর জন্য অনেক গুরুত্বপূর্ণ। করোনার সেকেন্ড উইকের লাস্ট ফেইজে আছেন খালেদা জিয়া।

বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা তুলে ধরে জাহিদ বলেন, আলহামদুলিল্লাহ, দেশবাসীকে জানাতে চাই গতকাল ভোর ছয়টা থেকে আজ রাত পৌনে বারোটা পর্যন্ত তার (খালেদা জিয়া) শরীরে জ্বর আসেনি। এটি একটি ভালো দিক। বিষয়টি আমরা ইতিবাচক হিসেবেই দেখছি।

তিনি আরও বলেন, খালেদা জিয়ার অবস্থা আলহামদুলিল্লাহ ভালো। ডাক্তারি ভাষায় তার বিপি অত্যন্ত গ্রহণযোগ্য। তার অন্যান্য উপসর্গও বৃদ্ধি পায়নি অথবা নতুনভাবে দেখা দেয়নি।

ডা. জাহিদ বলেন, এই অবস্থায় আপনারা বা আমরা সবাই বলতে পারি খালেদা জিয়ার চিকিৎসা যেভাবে চলছে, তিনি স্থিতিশীল পর্যায়ে আছেন। এভাবে আগামী দুইদিন গেলে আমরা আশা করতে পারি তিনি একটা পর্যায়ে যেতে পারবেন। এজন্য আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীর কাছে দোয়া চাই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English