শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

গলাচিপায় আলুর বাম্পার ফলন

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ সঞ্জিব দাস
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৬ মার্চ, ২০২১
  • ৬১ জন নিউজটি পড়েছেন
গলাচিপায় আলুর বাম্পার ফলন

পটুয়াখালীর জেলার কৃষি ভান্ডার হিসেবে খ্যাত গলাচিপা উপজেলা। এ উপজেলার বিভিন্ন ইউনিয়নে এবার প্রচুর পরিমাণে বিভিন্ন জাতের আলু চাষ করেছেন কৃষকরা। গতবারের তুলনায় এবার বাম্পার ফলন হওয়ায় কৃষকের মুখে হাসির ঝিলিক ফুটেছে। আলুর দামও ভালো পাচ্ছেন তারা।

এ সব এলাকায় কৃষকরা দেশি জাতের আলু ছাড়াও হাইব্রিড জাতের কার্ডিনাল, ডায়মন্ড, স্ট্রিট এবং গ্র্যানোলা জাতের আলু বেশি চাষ করেছেন। ইতোমধ্যে কৃষকরা জমি থেকে আলু তুলতে শুরু করেছে। উপজেলা কৃষি কর্মকর্তা এসআরএম সাইফুল্লাহ জানান, চলতি মৌসুমে ৩৫২ হেক্টর জমিতে আলু চাষাবাদ হয়েছে। মৌসুমের শুরু থেকে কৃষকদের সার্বিকভাবে পরামর্শ প্রদান করা হয়েছে।

গলাচিপা সদর ইউনিয়নের মুরাদনগর গ্রামের আলু চাষী সাহাবুদ্দিন জানান, প্রতি একরে আলু চাষাবাদে খরচ হয় ৫৫ হাজার টাকা। যার উৎপাদন হয়েছে ২৫০ মণ। বর্তমান বাজারে প্রতি মণ আলু (প্রকার ভেদে) ৬০০ থেকে ৭০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এতে করে ভাল মুনাফা অর্জন করা সম্ভব হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

রতনদী তালতলী ইউনিয়নের উলানিয়া গ্রামের ফোরকান মিয়া জানান, এ বছর আবহাওয়া খুবই ভাল ছিল। যার ফলে আলু চাষ অত্যন্ত লাভজনক হয়েছে। এখন অনেকেই আলু চাষে উৎসাহিত হচ্ছে। এ বছর দামও গতবারের চেয়ে ভাল পেয়েছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English