বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:২১ অপরাহ্ন

গলাচিপায় নানা আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ সঞ্জিব দাস
  • প্রকাশিতঃ সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ৫৭ জন নিউজটি পড়েছেন
গলাচিপায় নানা আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ

পটুয়াখালীর গলাচিপায় নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ উৎযাপিত হয়েছে। দিবসটি উৎযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। রবিবার সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে উপজেলা প্রশাসন দিবসটির কার্যক্রম শুরু করে।

 

সকাল ৮টায় উপজেলা পরিষদের সামনে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সকাল ৯টায় বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশিপ স্কুল প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার করা হয়। পরে সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ’ শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ দে, গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু।

আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মীর রেজাউল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মস্তফা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ নিজাম উদ্দিন তালুকদার, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়।

এ ছাড়া আওয়ামী লীগের নেতা-কর্মী, মুক্তিযোদ্ধা, সুশীল সমাজ, জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রী ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশিপ স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে বিকাল ৪টায় উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ মিলনায়তনে সামাজিক দূরত্ব বজায় রেখে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এদিকে দিবসটি উৎযাপন; উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সকাল ৮টায় দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে সেখানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, সহ-সভাপতি হাজী মুঃ মজিবর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মুঃ শাহ আলম, সাংগঠনিক সম্পাদক তপন বিশ্বাস, প্রচার সম্পাদক আজিজুর রহমান বাবলু, আওয়ামী লীগ নেতা মাইনুল ইসলাম রনো, উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ আলমগীর হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি শরীফ আহম্মেদ আসিফসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

এর আগে ৭ মার্চের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধুর ঐতিহাসিক প্রামাণ্যচিত্র প্রদর্শনী, শীত বস্ত্র ও শিল্প পণ্য মেলা প্রাঙ্গণে জাতীয় সংগীত প্রচার ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে সেখানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মোঃ নিজাম উদ্দিন তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুঃ নুরুল ইসলাম ধলা, মুক্তিযোদ্ধা সানু ঢালী, ফোরকান করিম প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English