রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১০:২০ অপরাহ্ন

গাজীপুরে জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১
  • ৪১ জন নিউজটি পড়েছেন

নানা আয়োজনে গাজীপুরে জাতীয় পার্টির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিনটি উপলক্ষে শুক্রবার সকালে পার্টির কয়েকশ’ নেতাকর্মী শহরের শিববাড়িতে দলীয় কার্যালয়ে এসে মিলিত হয়। পরে বেলা ১১টার দিকে ব্যানার-ফেস্টুন, প্ল্যাকার্ড, মোটরবাইক, পিকআপ ভ্যান ও বাদ্যযন্ত্রসহ একটি বর্ণাঢ্য আনন্দর‌্যালি বের করে।

র‌্যালিটি শহরের প্রধান সড়ক পদক্ষিন করে আবার শিববাড়ি মোড়ের মাইক্রোস্ট্যান্ডে এসে এক আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক সাবেক স্বাস্থ্যসচিব এমএম নিয়াজ উদ্দিন। অ্যাডভোকেট আবু তালেব মানিকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব ও সিটি কাউন্সিলর মো. মোশারফ হোসেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য মো. জাকির হোসেন, অ্যাডভোকেট মনোয়ার হোসেন, জাতীয় পার্টির নেতা মো. শাহজাহান মিয়া, পবন চন্দ্র ঘোষ, মাসুদুর রহমান টিটু, সাইদুর রহমান শাহীন, মো. আলফাজ উদ্দিন, মো. আয়নাল মিয়া, হারুন-অর রশিদ, সাইফুল ইসলাম সরকার, মো. হানিফ মাষ্টার, জহিরুল ইসলাম সরকার, আজিজ আহাম্মেদ, হাসান সারোয়ার সুজন, সালামত হোসেন, অনিল চন্দ্র দে, আকরাম হোসেন, আশরাফুল ইসলাম আলম, আমান উল্লাহ আমান, নুরুল ইসলাম নুরু, রফিকুল ইসলাম রফিক, ইয়াজ উদ্দিন সরকার, আমিন আলী সরকার, নাসির উদ্দিন তালুকদার, রমিজ উদ্দিন রাজু, মহিউদ্দিন সরকার, মাসুম রানা, ওমর ফারুক, বাহারুল ইউনুস, রুকসানা রুমি, পারভীন সুলতানা, আ: সাত্তার, সালাম মোল্লা, হাজী সামাদ, আব্দুল জলিল, আমজাদ হোসেন সরকার প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English