সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

গাজীপুরে জুতার কারখানায় অগ্নিকাণ্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ৪৫ জন নিউজটি পড়েছেন

গাজীপুরে একটি জুতা তৈরি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে কালিয়াকৈর উপজেলার উলুসারা এলাকাস্থিত এফবি ফুটওয়্যার লিমিটেড নামে একটি কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনীর পাঁচটি ইউনিট কাজ করছে।

কালিয়াকৈর দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা মো: কবিরুল ইসলাম জানান, উপজেলা উলুসারা এলাকায় এফবি ফুটওয়্যার লিমিটেড নামের একটি জুতা তৈরি কারখানায় একতলা একটি ভবনে জুতার সোল্ড তৈরি করা হয়। সেখানে একপাশে জুতা তৈরির কেমিক্যাল রাখা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই কেমিক্যাল থেকে বিকেল সাড়ে ৪টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। এ সময় ওই ভবনে থাকা শ্রমিকরা দৌঁড়ে বেরিয়ে যায়। খবর পেয়ে কালিয়াকৈর, গাজীপুর, সাভার ইপিজেড, কাশিমপুরসহ আশপাশের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তিনি আরো জানান, আগুনের সূত্রপাতের বিষয়ে সাঠিক কারণ এখনই বলা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে কেমিক্যাল থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। তবে হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English