ফ্যাশন শো অনুষ্ঠানে একটি গানে হাদিসের ব্যবহার করায় ক্ষমা চেয়েছেন মার্কিন পপ তারকা রিয়ানা। সম্প্রতি রিয়ানার সেভেজ এক্স ফেন্টি ফ্যাশন শোতে ওই গানটির ব্যবহার করা হয়।
জানা গেছে, রিয়ানা তার ফ্যাশন শো অনুষ্ঠানে গায়িকা কুকু ক্লো’র গাওয়া ডুম গানটি ব্যবহার করেন। যেখানে হাদিসের ব্যবহার করা হয়েছে। এরপরই অনলাইনে তীব্র সমালোচনার মুখ পড়েন রিয়ানা।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, শেষ বিচারের দিন বিষয়ক একটি হাদিস ওই গানটিতে ব্যবহার করা হয়েছে। এদিকে গায়িকা কুকু ক্লোও গানে হাদিসের ব্যবহার করায় ক্ষমা চেয়েছেন। ক্লো জানান , এই বিষয়ে অবগত ছিলেন না তিনি।