প্রযুক্তি জায়ান্ট গুগলের ম্যাপসে এসেছে নতুন ফিচার। ‘গুগল ট্রানজিট’ নামের নতুন ফিচারের মাধ্যমে দেশের গণপরিবহনে যাতায়াতকারীরা খুব সহজেই এ সংক্রান্ত তথ্য পাবেন। গুগল ম্যাপসে রুট, স্টপেজ ও ভ্রমণের আনুমানিক সময় দেখাবে।
প্রাথমিকভাবে এ সুবিধা রাজধানীতে চলাচলকারী বাস ও বাংলাদেশ রেলওয়ে পরিচালিত ট্রেনের জন্য প্রযোজ্য হবে। এর মাধ্যমে গণপরিবহন ব্যবহারকারীরা পরিকল্পনা অনুযায়ী ভ্রমণ করতে পারবেন। কোনো যাত্রী মিরপুর থেকে উত্তরা যেতে চাইলে তাকে দুটি লোকেশনে টাইপ করতে হবে। এরপর গুগল ট্রানজিট তাৎক্ষণিকভাবে আপনাকে ভ্রমণসংক্রান্ত বিভিন্ন তথ্য জানাবে।
যেমন- বাস স্টপেজে যাওয়ার পথ, বাসের সন্ধান, কোন রুটে গিয়ে কোন স্টপেজে নামতে হবে তা জানিয়ে দেবে। এছাড়া গন্তব্যের আনুমানিক দূরত্ব এবং ভাড়াসংক্রান্ত তথ্যও জানাবে গুগল।
যেভাবে নতুন এ ফিচার ব্যবহার করা যাবে-
* স্মার্টফোন থেকে প্রথমে গুগল ম্যাপস চালু করতে হবে।
* গন্তব্য ঠিক করে ‘ডিরেকশনস’ আইকন ট্যাপ করতে হবে কিংবা ‘গো’ আইকন ট্যাপ করতে হবে। ‘সোর্স’ ও ‘ডেস্টিনেশন’ জায়গা ঠিক করতে হবে।
* পথ ও গন্তব্যসংক্রান্ত তথ্য জানতে ‘ট্রানজিট’ আইকন (যদি এটি এরই মধ্যে নির্বাচন করা না হয়) ট্যাপ করতে হবে।
* রুটের স্টপেজসংক্রান্ত জানতে রেকমেন্ডেড রুট ট্যাপ করতে হবে।
* বাসের সময়সূচি ও গন্তব্যের তালিকা জানতে যে কোনো বাসস্টপ ট্যাপ করতে হবে।
উল্লেখ্য, পৃথিবীর বিভিন্ন দেশের শতাধিকেরও বেশি শহরে সবসময় নতুন পার্টনার যুক্ত হওয়ার মাধ্যমে গুগল ট্রানজিট ফিচারটি তাদের কার্যক্রম পরিচালনা করছে।