শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

গুরুতর কোভিড থেকে বাঁচাতে পারে শরীরচর্চা

লাইফস্টাইল ডেস্ক
  • প্রকাশিতঃ শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ৫৫ জন নিউজটি পড়েছেন
শরীরচর্চা কখন করবেন, সকাল না সন্ধ্যায়?

গুরুতরভাবে কোভিড আক্রান্তের হাত থেকে বাঁচতে হলে নিয়মিত ব্যায়াম বা শরীরচর্চা করতে হবে। নতুন এক গবেষণার পর এমনটাই জানিয়েছেন বিজ্ঞানীরা। গবেষণায় স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ৫০ হাজার মানুষ। তারা সকলেই কোভিড আক্রান্ত হয়েছিলেন। এতে পাওয়া যায়, করোনা আক্রান্তের আগে যারা বেশি শরীরচর্চা করতেন তাদের মধ্যে খুব অল্পসংখ্যককেই হাসপাতালে ভর্তি হতে হয়েছিল।
গবেষকরা বলছেন, শরীরচর্চা দারুণ কার্যকরি হলেও এটি ভ্যাকসিনের বিকল্প হতে পারে না। তবে নিয়মিত সাতার কাটলে, দৌড়ালে বা সাইকেল চালালে করোনায় গুরুতর অসুস্থ হওয়ার ঝুঁকি উল্লেখযোগ্য হারে কমে যায়। বিজ্ঞানীরা আগে থেকেই জানতেন যে, শারীরিকভাবে সুস্থ মানুষদের ঠান্ডা বা সংক্রমক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কম থাকে।
আবার আক্রান্ত হলেও অন্যদের তুলনায় তারা দ্রুত সেরেও উঠে। শরীরচর্চা মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। একইসঙ্গে এটি ইনফ্লুয়েঞ্জা বা এ ধরণের রোগ থেকেও সুরক্ষা প্রদান করে।
এর আগেও গত ফেব্রুয়ারি মাসে এক গবেষণায় জানানো হয়েছিল যে, যারা দ্রুত হাটতে পারেন এবং শারিরীকভাবে সুস্থ তাদের গুরুতর কোভিড আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক কম। ইউরোপের বয়স্কদের নিয়ে চালানো এক গবেষণায়ও জানানো হয়েছে, যাদের শরীর এখনো ফিট রয়েছে তাদের করোনা আক্রান্ত হওয়ার পর হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনা অন্যদের তুলনায় কম। তবে এইসব গবেষণায় মূলত মানুষের শারীরিক গঠনের ওপর বেশি জোর দেয়া হয়েছে। সম্প্রতি ক্যালিফোর্নিয়ায় যে গবেষণাটি চালানো হয়েছে তাতে প্রতিদিনকার নিয়মিত ব্যায়ামের অভ্যাসের বিষয়টি প্রাধান্য পেয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English