মুমিনুল হকের নেতৃত্বেই ইডেনে প্রথম দিন-রাতের টেস্ট খেলেছে বাংলাদেশ। তবে সেই ম্যাচে বাংলাদেশের ভরাডুবি হয়েছিল। দুই দলের সমর্থকেরাই প্রচণ্ড বিরক্ত হয়েছিলেন। এবার আজ থেকে অস্ট্রেলিয়ার মাটিতে নিজেদের দ্বিতীয় দিবা-রাত্রির টেস্ট খেলছে ভারত। এই উপলক্ষে ভারতের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে মুমিনুল বলেছেন, দিবা-রাত্রির টেস্ট নিয়ে তার অনাগ্রহের কথা। গোলাপি বলে খেলা তার কাছে ভীষণ কঠিন।
ইডেন টেস্ট নিয়ে মুমিনুল বলেছেন, ‘গোলাপি বলে রাতে ব্যাট করা প্রচণ্ড কঠিন। প্রতিপক্ষে যদি উমেশ, শামির মতো বোলার থাকে তা হলে অস্বাভাবিক হয়ে যায়। ইডেনে আমি বেশিক্ষণ টিকতে পারিনি। সুইং ও গতিতে খেই হারিয়ে ফেলি। তবে মুশফিক ভাই (মুশফিকুর রহিম) রান পেয়েছিল। তার অভিজ্ঞতা জানতে চাওয়ায় সে বলেছিল, শুরুর দিকে বল সুইং করে। ৩৫ ওভারের পর থেকে সাদা বলের মতোই আচরণ করে। সেই সময়টা প্রচুর রান ওঠে। তবে রাতের দিকে উমেশ-শামিরা ভয়ঙ্কর হয়ে উঠেছিল!’
প্রথাগত টেস্ট ম্যাচে নেতৃত্ব দেওয়ার চেয়ে এই ম্যাচে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা কি আলাদা? মুমিনুলের উত্তর, ‘মনে রাখতে হবে টেস্ট ম্যাচের সকালের সঙ্গে দিবা-রাত্রির টেস্টের সন্ধ্যার অনেক মিল। সেই সময় থেকেই সাহায্য পেতে শুরু করে পেসাররা। সেভাবে একজন অধিনায়ককে বোলারদের ব্যবহার করাতে হবে। স্পিনারদের দিয়ে অতিরিক্ত বল করানো যায় না। কারণ গোলাপি বল দ্রুত পুরনোও হয়ে যায়। যে কোনো বোলারের জন্য স্লিপে একজন ফিল্ডার রাখতেই হয়। গোলাপি বল পিচে পিছলে যায়। যা ব্যাটসম্যানের ব্যাট ছুঁয়ে স্লিপে চলে যেতে পারে।’
মুমিনুল আরও বলেন, ‘রাতে যদি কোনো দল ব্যাট করে, তাদের সমস্যায় পড়ার সম্ভাবনা বেশি। গোধূলি হওয়ার সময় বল ঠিক মতো দেখা যায় না। স্লিপে ফিল্ডিং করাও কঠিন হয়ে যায়।’