বরিশালের গৌরনদীতে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সমপ্রসারণ প্রকল্পের আওতায় পাট চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
পাট অধিদপ্তর গৌরনদীর উদ্যোগে মঙ্গবার সকালে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা ফাইয়াদ মোস্তফা মুনমুনের সভাপতিত্বে প্রশিক্ষনের উদ্ধোধনী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন বিএডিসির উপ-পরিচালক কৃষিবিদ রমিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মামুনুর রহমান, জেলা পাট অফিসার বাসুদেব হালদার।
শেষে প্রশিক্ষদের মাঝে পাটজাত পন্যের ব্যাক বিতরণ করেন। প্রশিক্ষণে পৌরসভাসহ ৭টি ইউনিয়নের ১০০ চাষী অংশ গ্রহণ করেন।