বরিশালের গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারসহ একই থানার পাঁচজন পুলিশ অফিসার শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। জেলা পুলিশের মাসিক সভা শেষে গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আঃ রব হাওলাদার, গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেনসহ থানার পাঁচজন পুলিশ অফিসারকে শ্রেষ্ঠ ঘোষনা করে তাদের হাতে পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন (পিপিএম)।
জানা গেছে, থানা এলাকার আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাপক ভূমিকা রাখায় বরিশাল জেলার শ্রেষ্ঠ সার্কেল এএসপি হয়েছেন গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আঃ রব হাওলাদার ও গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন। এছাড়াও গত এক মাসে অতিদ্রুত মামলা নিষ্পত্তি করায় শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হয়েছেন একই থানার ওসি (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান। অপরদিকে মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিলসহ অন্যান্য ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন গৌরনদী মডেল থানার এসআই কেএম আব্দুল হক, এএসআই পিনাকী সিকদার ও জহিরুল ইসলাম। তাদের সফলতায় প্রত্যেককে ফুলের শুভেচ্ছা জানান সুধিজন।