শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

গ্রাহকের ১২ কোটি টাকা হাওয়া, ব্যাংকের ব্যবস্থাপক কারাগারে

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ৫০ জন নিউজটি পড়েছেন

গ্রাহকের হিসাব নম্বর থেকে প্রায় ১২ কোটি ১৬ লাখ টাকা সরিয়ে আত্মসাতের অভিযোগে করা মামলায় যমুনা ব্যাংকের বগুড়া শহরের বড়গোলা শাখার ব্যবস্থাপক সওগত আরমানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় নিজ কর্মস্থল থেকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল তাঁকে গ্রেপ্তার করে।

দুদকের বগুড়ার সমন্বিত কার্যালয়ের একজন সহকারী পরিচালক বাদী হয়ে সওগত আরমানের বিরুদ্ধে বুধবার ১৯৪৭ সালের দুদক আইনের কয়েকটি ধারায় মামলা করেন। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে সওগতকে আদালতে হাজির করলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দুদক সূত্রে জানা গেছে, সম্প্রতি যমুনা ব্যাংকের একটি নিরীক্ষক দলের তদন্তে বগুড়া শাখার ব্যবস্থাপক সওগত আরমানের বিরুদ্ধে গ্রাহকের হিসাব নম্বর থেকে ১২ কোটি ১৬ লাখ টাকা সরানোর বিষয়টি ধরা পড়ে। পরে ব্যাংকের পক্ষ থেকে মঙ্গলবার দুদকে অভিযোগ দেওয়া হয়। এরপর অভিযুক্ত শাখা ব্যবস্থাপককে নিজ কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়।

দুদকের আইনজীবী আবুল কালাম আজাদ বলেন, অভিযুক্ত ব্যাংক ব্যবস্থাপককে জিজ্ঞাসাবাদের জন্য ঈদের পর আদালতে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English