সম্প্রতি রাজধানীতে গাড়ি পোড়ানো মামলায় গ্রেপ্তার হওয়া বিএনপি নেতা কর্মীদের দেখতে এবং সার্বিক খোঁজখবর নিতে কেন্দ্রীয় কারাগারে গেলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে কেরানীগঞ্জে অবস্থিত কেন্দ্রীয় কারাগারে যান তিনি। তবে বন্দী নেতা-কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি তিনি। তাই কারাগারের প্রধান ফটকেই কিছুক্ষণ অবস্থান করে বন্দীদের বিষয়ে সার্বিক খোঁজখবর নেন তিনি। সেই সঙ্গে বন্দীদের সাথে সদয় আচরনের জন্য কারা কর্তৃপক্ষকে অনুরোধও জানান ইশরাক হোসেন।
এ সময় প্রায় ৫০ বন্দীকে ৩০০০ টাকা করে সহায়তা প্রদান করে আসেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তবে সাক্ষাতের বিষয়ে কারা কর্তৃপক্ষ বলছে, করোনা মহামারীর কারণে দেশের কারাগারগুলোতে বন্দীদের সঙ্গে সাক্ষৎ বিনিময় বন্ধ রাখা হয়েছে।