সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

ঘুষসহ হাতেনাতে গ্রেপ্তার নৌ-পরিবহনের নাজমুলকে জিজ্ঞাসাবাদ

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ৪৮ জন নিউজটি পড়েছেন

ঘুষের টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার হয়ে জামিনে থাকা নৌ-পরিবহন অধিদপ্তরের বরখাস্ত প্রধান প্রকৌশলী এস এম নাজমুল হককে ভিন্ন অভিযোগে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা থেকে ৪টা পর্যন্ত অনুসন্ধান কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. সালাউদ্দিন নাজমুল হককে জিজ্ঞাসাবাদ করা হয় বলে দুদক পরিচালক প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।

এর আগে নাজমুলকে ঘুষের টাকাসহ গ্রেপ্তার করে দুদক। এবার তার নামে নৌ পরিবহন অধিদপ্তরের দুইটি প্রকল্পে দুর্নীতি নিয়ে তার সংশ্লিষ্টতার অভিযোগ আসে দুদকে।

তার বিরুদ্ধে নতুন অভিযোগের বিষয়ে দুদকের এক কর্মকর্তা জানান, অধিদপ্তরের ‘স্ট্যাবলিস্ট অব গ্লোবাল মেরিটাইম ডিস্ট্রেস অ্যান্ড সেফটি সিসটেম’ এবং ‘ইন্টিগ্রেটেড মেরিটাইম নেভিগেশন সিস্টেম’ নামে দুই প্রকল্পে অনিয়ম- দুর্নীতি হয়েছে।

“এতে প্রধান চাবিকাঠি নেড়েছিলেন দুদকের হাতে ঘুষের পাঁচ লাখ টাকাসহ আটক এই নাজমুল হক। এই অনিয়মের সাথে আরও কয়েকজন জড়িত রয়েছেন।”

এর আগে ২০১৮ সালের এপ্রিলে ফাঁদ পেতে রাজধানীর সেগুনবাগিচা এলাকার একটি হোটেল থেকে ঘুষের পাঁচ লাখ টাকাসহ নাজমুল হককে গ্রেপ্তার করেছিল দুদক।

ওই দিনই তার বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় মামলা করে দুদক। এর পাঁচ মাস পর জামিনে বেরিয়ে আসেন নাজমুল হক।

এরপর একই বছরের ১৮ অক্টোবর আদালতে অভিযোপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক আবদুল ওয়াদুদ।

ওই মামলা নাজমূলের বিরুদ্ধে অভিযোগ, মেসার্স সৈয়দ শিপিং লাইনসের এমভি প্রিন্স অব সোহাগ নামীয় যাত্রীবাহী নৌযানের রিসিভ নকশা অনুমোদন এবং নতুন নৌযানের নামকরণের অনাপত্তিপত্রের জন্য নাজমুল হকের কাছে গেলে তিনি ১৫ লাখ টাকা ঘুষ দাবি করেন। সংশ্লিষ্ট ব্যক্তি বিষয়টি দুদককে অবহিত করেন। এরপর কমিশনের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাসিম আনোয়ারে নেতৃত্বে ঘুষের টাকার কিস্তি বাবদ পাঁচ লাখ টাকাসহ তিনি গ্রেপ্তার হন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English