ঘুষের মামলায় স্যামসাং ইলেকট্রনিক্সের ভাইস চেয়ারম্যান লি জে ইয়ংকে আড়াই বছরের কারাদণ্ড দিয়েছেন দক্ষিণ কোরিয়ার আদালত।
স্থানীয় সময় সোমবার সিউল হাইকোর্ট লি জে ইয়ংকের বিরুদ্ধে এ রায় দেন। খবর টেক ক্রান্চ ও আল জাজিরার
ঘুষ দেয়ার দায়ে লিং জে ইয়ং’কে ২০১৭ সালে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তবে ২০১৮ সালে আপিলে তার সাজা কমে যায় এবং তিনি মুক্তি পান।
পরে দেশটির সুপ্রিম কোর্ট মামলাটি ফের শুনানির জন্য সিউল হাইকোর্টে পাঠান। সিউল হাইকোর্ট সোমবার এ রায় ঘোষণা করেন।
লি জে ইয়ংয়ের বিরুদ্ধে অভিযোগ, তিনি দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্ক গিউন হে-এর বন্ধু চোই সুন-সিল’র দু’টি প্রতিষ্ঠানকে দুই কোটি ৬৭ লাখ ডলার ঘুষ দিয়েছিলেন। বিনিময়ে সরকারের কাছ থেকে সুবিধা চেয়েছিলেন।
লি জে ইয়ংয়ের বাবা লি কুন-হি ছিলেন স্যামসাংয়ের মালিক। ২০১৪ সালে হৃদরোগে আক্রান্ত হন। তিনি গত বছর মারা যান।