শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

ঘোড়দৌড় প্রতিযোগিতায় মানুষের ঢল

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ৫৭ জন নিউজটি পড়েছেন

উষ্ণ শীতের নরম রোদ আর বেলা পড়ে আসার আলোয় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে বিলুপ্ত প্রায় ঘোড়দৌড় প্রতিযোগিতা উপভোগ করলো হাজারো মানুষ।

সোমবার গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা দিনাজপুরের নবাবগঞ্জে পুটিমারা ইউনিয়নের পুটিমারা গ্রামে যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। এসময় আশপাশের হাজার হাজার নারী-পুরুষ ও উৎসুক শিশুরা প্রতিযোগিতাস্থলে উপস্থিত হন।

সোমবার বিকেলে অনুষ্ঠিত ওই ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে খোলা মাঠে উপস্থিত হয়েছিল আশপাশের গ্রামের হাজারো মানুষ। মায়ের কোলে বসে অথবা পিতার ঘাড়ে চড়ে বাঁধভাঙা এ আনন্দে যোগ দিয়েছিল হাজার হাজার শিশু, তরুণ থেকে বয়োজ্যেষ্ঠরাও। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঘোড়া নিয়ে দুপুরের পরই হাজির হয়েছিল প্রতিযোগিরা। দুপুরের পর থেকেই বিস্তীর্ণ মাঠের চারদিক থেকে দর্শকরা আসতে থাকে। খেলা শুরুর আগেই পুরো এলাকায় হয়ে পড়ে লোকারণ্য। বিকেল ৪টার দিকে হালকা শীতের নরম রোদ আর বেলা পড়ে আসা আলোয় শুরু হয় এ উৎসব।
ঘোড়দৌর প্রতিযোগিতায় নবাবগঞ্জ উপজেলাসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে ৩০ জন খেলোয়াড় তাদের নিজ নিজ ঘোড়া নিয়ে ৩টি গ্রুপে বিভক্ত হয়ে ঘোড়দৌর প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতায় প্রথমস্থান অধিকার করেন ঘোড়াঘাট উপজেলার ইব্রাহিম, ২য় স্থান লাভ করেন বিরামপুর উপজেলার রেজাউল ইসলাম।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সমাজ সেবক শফিকুল ইসলামের সভাপতিত্বে অতিথি ছিলেন নবাবগঞ্জের পুটিমারা ইউনিয়নের চেয়ারম্যান সারোয়ার হোসেনসহ অনেকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English